West Bardhaman News: কয়েক বছর হয়নি, তবে এবার হবে! জানা গেল আসানসোল চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
আসানসোল চলচ্চিত্র উৎসবে বিভিন্ন সিনেমার পাশাপাশি দেখানো হবে ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বিগত কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে আসানসোল চলচ্চিত্র উৎসব। কিন্তু নতুন বছরে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজনের জন্য রয়েছে উপহার। কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আসানসোলে চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে হবে সাংস্কৃতিক উৎসবও। তবে শহরে এই চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা করেছে কালচারাল লিটারেসি ফোরাম অফ বেঙ্গল।
শহরের যে সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষজন রয়েছেন বা শহরের যে সমস্ত সাংস্কৃতিক প্রতিভাশালী ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মঞ্চ করে দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। যেখানে কবিতা উৎসব, আবৃত্তি উৎসবের মত বিভিন্ন সাংস্কৃতি ইভেন্ট আয়োজন করা হবে। একই সঙ্গে আসানসোলবাসীকে আবার চলচ্চিত্র উৎসবের স্বাদ এনে দিতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসব এবং সাংস্কৃতিক উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঠিক করা হয়েছে ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ থেকে শুরু হবে সাংস্কৃতিক উৎসব এবং চলচ্চিত্র উৎসব। চলবে চারদিন ধরে। অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চলচ্চিত্র উৎসব হবে। যেখানে বিভিন্ন সিনেমার পাশাপাশি দেখানো হবে ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম। যে সমস্ত নতুন প্রতিভাশালীরা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম তৈরি করছেন, তাদের জন্য এই মঞ্চে থাকবে বড় সুযোগ।
advertisement
উদ্যোক্তা সংস্থা কালচারাল লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের কর্মকর্তার আশা প্রকাশ করেছেন, এর ফলে শহরের সাংস্কৃতিক প্রেমী মানুষজন ভীষণভাবে খুশি হবেন। তারা এই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিভাশালীরা নিজেদের প্রতিভা দর্শানোর সুযোগ পাবেন অনেকের কাছে। প্রাথমিকভাবে লক্ষ্য রয়েছে আসানসোলের রবীন্দ্রভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে অনুমতি পাওয়া না গেলে অন্য জায়গা বেছে নেওয়া হবে চলচ্চিত্র উৎসবের জন্য।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 31, 2024 3:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: কয়েক বছর হয়নি, তবে এবার হবে! জানা গেল আসানসোল চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ