West Medinipur News: বদলেছে দিন, সভ্যতার উন্নতিতে হারিয়ে যাচ্ছে ডাক বিভাগের নানা জিনিস

Last Updated:

Postal items: সভ্যতার উন্নতিতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এককালের ইতিহাস, হারিয়ে যাচ্ছে পোস্টাল বিভাগের ব্যবহৃত নানা জিনিস।

+
চলছে

চলছে সিল

পশ্চিম মেদিনীপুর: দিনের পর দিন আসছে প্রযুক্তি। বদলাচ্ছে সভ্যতা, বদলে যাচ্ছে সাধারণ মানুষ। বদল হচ্ছে পুরনো দিনের নানা অভ্যাস। কালের নিয়মে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে এককালের পোস্টকার্ড, লেটার বক্স, খোলামেলা চিঠিপত্র, ইনল্যান্ড লেটার, স্ট্যাম্প-সহ নানান জিনিস।
এককালের বহু আকাঙ্ক্ষিত ভারতীয় ডাক বিভাগের একাধিক জিনিস এখন ইতিহাস। হাতেগোনা কয়েকটা বাড়িতে হয়তো পাওয়া যায় পোস্ট কার্ড। একটা চিঠির জন্য যখন রাস্তার মোড়ে পিয়নের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন কেউ না কেউ, এখন আর ভেবেও দেখেন না পোস্টকার্ডের গুরুত্ব কতটা? কতটা কষ্ট করে অনেকটা দূর পথ পেরিয়ে পিয়নের বাড়ির লেটার বক্সে চিঠি ফেলে দিয়ে আসা সেই দিন। সেই দিন, সেই মুহূর্ত সেই দিনের মানুষের যোগাযোগ এখন জানে না বর্তমান প্রজন্ম। যুগের সঙ্গে তাল মিলিয়ে সভ্যতা উন্নতি হলেও হারিয়ে যাচ্ছে এককালের ইতিহাস।
advertisement
advertisement
বদল এসেছে প্রযুক্তিতে। খোলামেলা পোস্ট কার্ডে চিঠি লিখে প্রিয়জনকে দেওয়া শুধু নয়, ডাক টিকিট মাড়িয়ে প্রিয় মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া কিংবা ঠকাস ঠকাস শব্দ করে ডাক বিভাগের কর্মীরা স্ট্যাম্প লাগাতেন, গালা দিয়ে শীল করে চিঠিপত্র পৌঁছে দিতেন অফিসে অফিসে। সেই দিন হারিয়ে যাচ্ছে মোবাইল, ইন্টারনেটের যুগে। অপেক্ষার দিন কবেই ঘুঁচে গিয়েছে। এসে গিয়েছে দ্রুততম ইন্টারনেট। অতি সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আবেগ ভালোবাসার কথা। স্বাভাবিকভাবে ক্রমে ইতিহাসে পরিণত হচ্ছে ডাক বিভাগে ব্যবহৃত নানা জিনিস।
advertisement
সাইকেলে চেপে কিংবা স্কুটারে চেপে বাড়িতে চিঠি পৌঁছে দেওয়া, সীসার তৈরি লেটার কি লাগিয়ে স্ট্যাম্প দেওয়া, ২ পয়সা, ৫ পয়সা, ২৫ পয়সা কিংবা ৭৫ পয়সার পোস্ট কার্ডে লিখে নিজেদের প্রয়োজনীয় কথা জানানো একে অপরকে, এখন তা জানে না যুব প্রজন্ম। ইনল্যান্ড লেটার সম্পর্কে ধারণা নেই এই প্রজন্মের কারোর। হারিয়ে যেতে বসা এককালের ইতিহাসকে এখনও ভেবে কষ্ট পান বহু মানুষ।
advertisement
সেই সমস্ত দিনগুলোর কথা ভেবে খারাপ লাগে ডাক বিভাগের বয়স্ক কর্মীদের। তবে সভ্যতার উন্নতিকে মেনে নিয়েছে সমাজ, আয়ত্ত করেছে যুব প্রজন্ম থেকে বৃদ্ধ-বৃদ্ধারাও। তবে ক্রমশ কৌলিন্য হারিয়েছে পোস্ট ঘাট ডাকটিকিট থেকে ডাকবিভাগের ব্যবহৃত নানা জিনিস। কালের নিয়মে এককালে বহু মূল্যবান হয়ে দাঁড়াবে এই সকল জিনিসগুলো।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বদলেছে দিন, সভ্যতার উন্নতিতে হারিয়ে যাচ্ছে ডাক বিভাগের নানা জিনিস
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement