Hooghly Train Cancellation: বছরের শেষ দিনে, আগামিকাল বাতিল একাধিক ট্রেন! ব্যান্ডেল-নৈহাটির যাত্রীরা সফরের আগে জেনে নিন

Last Updated:

Train Cancellation: ৩১ তারিখ সকাল বেলা যারা ঘোরার প্ল্যান করেছেন তাদের জন্য ট্রেনের পরিবর্তে অন্যান্য সড়ক পথ অবলম্বন করাই শ্রেয় হবে বলে মনে করছেন অনেকে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
হুগলি: বর্ষবরণের উৎসবে মাততে চলেছে আপামর সকল জনগণ। ৩১ ডিসেম্বর চলতি বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে উৎসেব মেতে উঠবে মানুষ। ইতিমধ্যেই তার প্ল্যানও সেরে ফেলেছেন অনেকেই। সেই কারণে বছরের শেষ দিনে রাস্তায় ঘাটে যানবাহনের চাহিদা থাকবেও তুঙ্গে।
কিন্তু সেই বর্ষশেষের দিনেই ট্রেন বাতিলের ঘোষণা করলো পূর্ব রেল। যার ফলে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন রেল যাত্রীরা। পূর্ব রেলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা নৈহাটি-ব্যান্ডেল লাইন। নৈহাটি, গরিফা, হুগলি ঘাট ও ব্যান্ডেল, এই চার স্টেশন থেকে এই লাইনে প্রচুর মানুষ যাতায়াত করেন। আর এবার সেই লাইনেই ট্রেন বাতিল ঘোষণা করল রেল।
advertisement
advertisement
আগামী ৩১ ডিসেম্বর ব্যান্ডেল-নৈহাটি শাখার ডাউন লাইনে কাজ চলার কারণে ৩ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে বলে জানা যাচ্ছে। রেল সূত্রের খবর, সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বাতিল থাকবে ৩৭৫৩৬ ব্যান্ডেল-নৈহাটি লোকাল এবং ৩৭৫৩৫ নৈহাটি-ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল-নৈহাটি শাখায় ৩ ঘণ্টা বন্ধ ট্রেন, পূর্ব রেলের এক ভীষণই গুরুত্বপূর্ণ শাখা নৈহাটি-ব্যান্ডেল লাইন। এখানে পড়ে নৈহাটি, গরিফা, হুগলি ঘাট এবং ব্যান্ডেল, এই চার স্টেশন। মূলত ভ্রমণার্থীদের যাতায়াতের সবথেকে সুবিধার পথ এই ট্রেন লাইন। আর এবার সেই লাইনেই ট্রেন বাতিল ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
advertisement
প্রতি বছর বর্ষবরণের সময় প্রচুর পর্যটক ঘুরতে আসেন হুগলির ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির এইসব জায়গায়। সেই যাতায়াতের জন্য অন্যতম ভরসা ট্রেন। নদিয়া-সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হুগলিতে ঘুরতে আসার জন্য ভরসা করতে হয় নৈহাটি ব্যান্ডেল লোকালের উপরে।
advertisement
তবে ৩১ তারিখ সকাল বেলা যারা ঘোরার প্ল্যান করেছেন তাদের জন্য ট্রেনের পরিবর্তে অন্যান্য সড়ক পথ অবলম্বন করাই শ্রেয় হবে বলে মনে করছেন অনেকে।
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly Train Cancellation: বছরের শেষ দিনে, আগামিকাল বাতিল একাধিক ট্রেন! ব্যান্ডেল-নৈহাটির যাত্রীরা সফরের আগে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement