Manoranjan Byapari: ২০২৬-এ টিকিট পাবেন? বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক, মুখ খুললেন সাংসদ রচনাও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিধায়কের এ হেন বক্তব্য নিয়ে বলাগড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। বলাগড়ের বিধায়কের সঙ্গে স্থানীয় নেতাদের সংঘাত নতুন কিছু নয়৷
সোমনাথ ঘোষ, বলাগড়: তাঁকে এবার আর টিকিট দেবে না দল, এমন কানাঘুষো শুরু হতেই বিস্ফোরক বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। নিজের ফেসবুক দেয়ালেও তা নিয়ে নিজেই সরব হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক৷ বলাগড়ে তৃণমূলের টিকিট কে পাবে, ২৬ এর নির্বাচনের আগে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
টিকিট পাওয়া নিয়ে মুখ খুলে এবার দলেরই একাংশকে নাম না করে বিঁধলেন মনোরঞ্জন ব্যাপারি৷ ফেসবুক পোস্টে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, অনেকেই পরবর্তী বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে সন্দিহান৷ যদিও সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েই বলাগড়ের বিধায়কের দাবি, কাপড়ের বান্ডিল, ত্রিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুররে মানুষকে বিলি করেছেন,বছরভর মানুষকে পরিষেবা দিয়েছেন, তাই তিনি টিকিট পেতেই পারেন।
advertisement
ফেসবুকে তৃণমূল বিধায়ক আরও লিখেছেন, ‘আমি কি বালি চুরি করি? মাটি চুরি করি? সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি? রেশনের মাল পাচার করি? গাজার ঠেক থেকে পয়সা তুলি? তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে! আমি তো মানুষকে পরিষেবা দিই।’
advertisement
এ প্রসঙ্গে বলাগড় বিধায়ক আরও বলেন, ‘দল কাকে টিকিট দেবে সেটা দলের বিষয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমাকে যে কাজ দিয়েছেন সেই কাজ আমি করেছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোন কাজ তোমাকে করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকো তাই বসে থাকবো। আমি একজন লেখক, বই লিখব।’
advertisement
বিধায়কের এ হেন বক্তব্য নিয়ে বলাগড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। বলাগড়ের বিধায়কের সঙ্গে স্থানীয় নেতাদের সংঘাত নতুন কিছু নয়৷ তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টিকিট কে পাবে সেটা দল ঠিক করবে। মনোরঞ্জনদা কে নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না৷ দেখা যাক তিনি টিকিট পান কিনা।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 8:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manoranjan Byapari: ২০২৬-এ টিকিট পাবেন? বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক, মুখ খুললেন সাংসদ রচনাও