Manoj Tiwary: হাওড়ায় ফের তৃণমূলে ফাটল, দলের নেতাদেরই ক্ষতিকারক বললেন বিধায়ক মনোজ তিওয়ারি

Last Updated:

এর আগে বাংলা দলে মনোজের প্রাক্তন সতীর্থ এবং বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লওও তৃণমূল ছেড়েছিলেন৷

শিবরপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে মনোজ তিওয়ারি৷
শিবরপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে মনোজ তিওয়ারি৷
#হাওড়া: ফের হাওড়ায় তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে৷ এবার নাম না করেই দলের হাওড়ার নেতাদের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন শিবপুরের বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি৷ তাঁর অভিযোগ, হাওড়ার বেশ কয়েক জন নেতা তাঁকে না জানিয়েই তাঁর বিধানসভা এলাকা সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছেন৷ কারও নাম না করলেও জেলা তৃণমূলের প্রাক্তন কমিটির সভাপতি ভাস্কর ভট্টাচার্য ও চেয়ারম্যান অরূপ রায়কেই মনোজ নিশানা করেছেন বলে মত জেলা তৃণমূল নেতাদের৷
জনসংযোগ বাড়াতে প্রতিটি বিধানসভা এলাকায় বিজয়া সম্মিলনী করে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো রবিবার শিবপুর বিধানসভা এলাকার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়৷ যদিও সেই সভায় অরূপ রায়ের মতো জেলার সিনিয়র কয়েকজন নেতাকে দেখা যায়নি৷
কৌতূহলের নিরসন করে মনোজ নিজেই বলেন, 'নির্বাচনের সময় থাকতেন এমন চার পাঁচ জনকে হয়তো দেখতে পাচ্ছেন না৷ কিন্তু তাঁদেরকে না ডাকারও কারণ আছে৷ তাঁরা নিজেরাই বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিল৷ আপনারা আমাকে এখানে বিধায়ক নির্বাচিত করেছেন৷ তাঁদের উচিত ছিল আমাকে জানিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া৷ আপনারা বুকে হাত দিয়ে বলুন এটা কি মেনে নেবো?' মনোজ অভিযোগ করেন, তাঁর সম্পর্কে এলাকার তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষকেও ভুল বোঝাতে পারেন ওই নেতারা৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'
বাংলা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মনোজ আরও বলেন, 'আমি দু' জনকেই চিনি৷ প্রথম জন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যিনি এত কষ্ট করে দলটাকে দাঁড় করিয়েছেন৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি কিন্তু নতুন পুরনো সবাইকে নিয়ে চলতে চাইছেন৷ যাঁরা দলের পক্ষে ক্ষতিকারক হতে পারে, তাদেরকে উনি বাদ দিতে চাইছেন৷'
advertisement
এর আগে বাংলা দলে মনোজের প্রাক্তন সতীর্থ এবং বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লও হাওড়া জেলা থেকেই বিধায়ক নির্বাচিত হয়েও তৃণমূল ছেড়েছিলেন৷ লক্ষ্মী অবশ্য রাজনৈতিক ইনিংসে ইতি টেনে খেলার মাঠেই ফিরে আসেন৷ লক্ষ্মীর দল ছাড়ার জন্য তৃণমূলের জেলা নেতাদের একাংশের দিকেই আঙুল উঠেছিল৷
মনোজ তিওয়ারির এই বক্তব্য সম্পর্কে হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের প্রতক্রিয়া অবশ্য মেলেনি৷ এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন তিনি৷ অরূপবাবুর ফোনও বন্ধ রয়েছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manoj Tiwary: হাওড়ায় ফের তৃণমূলে ফাটল, দলের নেতাদেরই ক্ষতিকারক বললেন বিধায়ক মনোজ তিওয়ারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement