Manasa Puja 2025: মনসা পুজোয় মাথায় হাত মৃৎশিল্পীদের! ব্যবসায় 'চরম' মন্দা, কেন এমন দুর্দশা? শুনুন কী বলছেন তারা!

Last Updated:

বর্ষার দাপটে ঊর্ধ্বমুখী কাঁচামালের দাম। লোকসানের মধ্যে মৃৎশিল্পীরা!

+
মনসা

মনসা পুজোয় বিক্রি কমেছে মৃৎশিল্পীদের

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ দোড়গোড়ায় মনসা পুজো।‌ প্রতিবছর বিরাট ধুমধামের সঙ্গে পুরুলিয়াতে পালিত হয় এই উৎসব। জেলার অন্যতম বড় পুজো এই মনসা পুজো। তবে এই বছর উৎসবের আগে মুখে হাসি নেই জেলার একাংশ মানুষের। ঝড়, বৃষ্টির কারণে মাথায় হাত মৃৎশিল্পীদের। বৃষ্টির কারণে মূর্তি শুকাচ্ছে না ঠিকমত। ফলে বিক্রিও কমে গিয়েছে তাদের।
এদিকে কাঁচামালের আমদানি ঠিকমত না হওয়ায় বেশি দাম দিয়ে কাঁচামাল কিনতে হচ্ছে মূর্তি বানানোর জন্য। এর ফলে মূর্তির দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। ঠিকমত বরাত পাচ্ছেন না তারা। ‌ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
আরও পড়ুনঃ মরেও ‘শান্তি’ নেই এখানে! ভরা বর্ষায় খোলা আকাশের নীচে দেহ দাহ, কোথায় এমন দুর্ভোগ জানেন?
এ বিষয়ে এক মৃৎশিল্পীরা বলেন, টানা বর্ষার কারণে মনসা পুজোয় তাদের মূর্তি বিক্রি তুলনামূলক অনেকটাই কম রয়েছে। প্রতিবছর এই সময় যে পরিমাণ লাভের মুখ তারা দেখতে পান, এবছর তার একেবারে বিপরীত ঘটছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুঃস্থ-অসহায়ের ‘অন্নদাতা’ পুরুলিয়ার সুলভ, দমাতে পারেনি প্রতিবন্ধকতা! তাঁর রোজের কর্মকাণ্ডে অবাক হবেন আপনিও
অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। মূর্তির দাম বেশি থাকার কারণে অনেকেই ছোট মূর্তি কিনে নিয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে তারা জেলার বাইরে মূর্তি পাঠাতে সাহস পাচ্ছেন না। এইভাবে বৃষ্টি চলতে থাকলে দুর্গোৎসবের দিনেও তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করছেন পুরুলিয়ার মৃৎশিল্পীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলমহলের জেলাগুলিতে মনসা পুজোর বিরাট মাহাত্ম্য রয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই মহাধুমধামের সঙ্গে মনসা পুজো হতে দেখা যায়। ব্যাপক হারে মূর্তির বেচা-কেনা হয় এই সময়। অনেকটাই লাভের মুখ দেখতে পান মৃৎশিল্পীরা। কিন্তু এবছর বর্ষার কারণে সবটাই মাটি হয়ে গিয়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার মৃৎশিল্পীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manasa Puja 2025: মনসা পুজোয় মাথায় হাত মৃৎশিল্পীদের! ব্যবসায় 'চরম' মন্দা, কেন এমন দুর্দশা? শুনুন কী বলছেন তারা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement