Overnight Crorepati: ৬ টাকার টিকিটে এক কোটির লটারি টিকিট জিতে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে সিমেন্ট! সোজা শ্রীঘরে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Overnight Crorepati: ৬ টাকার এক কোটির লটারি টিকিট জিতে একি করলেন যুবক !
হুগলি: ৬ টাকার টিকিটের বিনিময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সেই স্বপ্নই কার্যত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এখন। সম্প্রতিকালে বারবার লটারি টিকিটে জালিয়াতির ঘটনা ধরা পড়ছে৷ তেমনি এক ঘটনা ঘটল হুগলি পার ডানকুনি চৌমাথায় এলাকায়। অল্প সময়ে বড়লোক হওয়ার লোভে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়ে বসলেন যে কারণে তাকে যেতে হল শ্রীঘরে। ঘটনাটি হুগলি পার ডানকুনি এলাকার।
স্থানীয় সূত্রে খবর, এক ডিয়ার লটারি টিকিট বিক্রেতা প্রতিদিনের মতো আজ সকালেও টিকিট বিক্রি করতে বসেছিলেন। সকাল দশটা নাগাদ এক ক্রেতা গতকালের একটি টিকিট ভাঙানোর জন্য আসেন ডানকুনির টিকিট বিক্রেতার কাছে। সেখানে প্রায় ১১ হাজার টাকার বিনিময় সেই টিকিটটি ভাঙাতে চান ওই ক্রেতা। কিন্তু তাদের চক্ষু চড়কগাছ হয়ে ওঠে টিকিটের নম্বর দেখে।
advertisement
advertisement
যেই টিকিট ওই ক্রেতা নিয়ে এসেছেন সেই টিকিটেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন অন্য এক ক্রেতা। লটারি টিকিট বিক্রেতারা নির্দিষ্ট এজেন্সিকে জানান সেই খবর। এবং তারপরেই ওই ব্যক্তিকে ধরে কানাইপুর ফাঁড়িতে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
এ বিষয়ে লটারির টিকিট বিক্রেতা তারক দে তিনি বলেন, সকাল বেলা দোকান খোলার সঙ্গেই একটি লটারি টিকিট নিয়ে আসে এক ব্যক্তি। সে একটি টিকিট ভাঙিয়ে পুরস্কারের টাকা দিয়ে ২৫ সেমের আরও তিন হাজার টাকার টিকিট কিনতে চায়। প্রথমদিকে টিকিট বিক্রেতারা বুঝতে পারেননি তার কাছে যে টিকিট রয়েছে সেটি জাল। তবে টিকিটের কাগজ হাতে ধরতেই বোঝা যায় যে জাল টিকিট ছাপিয়ে নিয়ে এসে লটারি টিকিট বিক্রিতাদের সঙ্গে জালিয়াতি করছেন ওই ব্যক্তি। অবশেষে ওই ব্যক্তিকে ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
advertisement
প্রসঙ্গত দিন কয়েক আগে, ৪৫ হাজার টাকার একটি লটারির বিজয় টিকেট নিয়ে এসে টিকিট বানিয়ে যান এক প্রতারক। পরে জানা যায় সেই টিকিটটা জাল ছিল। যেভাবে জাল টিকিটের কারবারি ও প্রতারকরা ছড়িয়ে পড়ছে তাতে লটারি টিকিট বিক্রি এখন দুষ্কর হয়ে উঠেছে টিকিট বিক্রেতাদের কাছে।
Rahee Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2024 7:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Overnight Crorepati: ৬ টাকার টিকিটে এক কোটির লটারি টিকিট জিতে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে সিমেন্ট! সোজা শ্রীঘরে