#শান্তিপুর:দীর্ঘ আপেল বীজের মালা গেঁথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে শিরোপা অর্জন করলেন নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুর গ্রামের অনুপম সরকার নামে বছর চৌত্রিশের এক যুবক।মাত্র এক বছরের ব্যবধানে পরপর দু’বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করায় স্বাভাবিকভাবেই খুশি পরিবারসহ শান্তিপুরবাসী।২০১৯ সালের ৩০ জুন আপেলের বীজ দিয়ে মালা তৈরি করার কাজ করেন। দীর্ঘ এই আপেল বীজের মালা তৈরি করতে ৮৪ দিন সময় লেগেছে। প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘন্টা সময় ব্যয় করে তিনি সুদীর্ঘ মালা গেঁথেছেন। দিল্লি, রাজস্থান, মুম্বই থেকে আপেলের বীজ সংগ্রহ করে, মোট ১২ কেজি আপেলের বীজ ব্যবহার করেছেন। সংখ্যায় প্রায় ৩ লক্ষ। শুধুমাত্র সুঁচ সুতোর মাধ্যমে মালা গেঁথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শিরোপা অর্জন করেছেন তিনি। এর আগে ২০১৮ সালের পয়লা জুলাই স্টেপলার পিন দিয়ে দীর্ঘ মালা তৈরি করেছিলেন। এবারে ১৭৪২ ফুটের মালা নতুন করে তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে শিরোপা অর্জন করেছেন।
Published by:Simli Raha
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।