দোকানে যাবেন বলে বেরিয়েছিলেন, মাঝরাস্তাতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Road Accident: জানা যাচ্ছে, মঙ্গলবার রাতেও এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে ফের দুর্ঘটনা
শ্যামপুর, রাকেশ মাইতিঃ বুধবার সাতসকালে ইটবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর! আর পৌঁছনো হল না দোকানে। প্রতিদিনের মতো এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বাড়ি থেকে কিছুটা দূরত্বে দোকানের উদ্দেশে রওনা দিয়েছিলেন উলুবেড়িয়ার অমৃতশালী গ্রাম থেকে উলুবেড়িয়া-শ্যামপুর রোড হয়ে দোকানের উদ্দেশে বেরিয়েছিলেন মনিরুল ইসলাম। শ্যামপুর-উলুবেড়িয়া রাজ্য সড়কে ঘটে দুর্ঘটনা।
জানা যায়, উলুবেড়িয়ার দিক থেকে ৫৮ গেটের অভিমুখে যাওয়ার পথেই একটি ইটবোঝাই গাড়ির সঙ্গে ধাক্কা হয়। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মালবাহী যানের চাকার তলায় চলে যান ওই বাইক আরোহী। সাতসকালেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ব্যক্তির শরীরের উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ বাংলাদেশে ‘রায়’, ভারতে ‘বর্মণ’! সাংঘাতিক ছলচাতুরি বাবা-ছেলেদের, কালো সত্য সামনে আসতেই গ্রেফতার ৩
জানা যাচ্ছে, মঙ্গলবার রাতেও এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছিল। আহত ব্যক্তিকে পুলিশের সহযোগিতায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে ফের দুর্ঘটনা। জলের পাইপলাইন বসানোর কাজের জেরে সমস্যার অভিযোগ স্থানীয় মানুষের। স্থানীয়রা বিক্ষোভ দেখানোয় উলুবেড়িয়া-শ্যামপুর সড়ক বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট-বড় রাস্তা এবং রাস্তার পার্শ্ববর্তী স্থান খনন করে পানীয় পাইপলাইন পৌঁছেছে। সম্পূর্ণরূপে কাজ পুরো না হওয়ার ফলে বিভিন্ন স্থানে রাস্তাঘাট ক্ষত হয়ে রয়েছে। এই বর্ষার সময় সেই সমস্ত স্থান বিপজ্জনক রূপ নিয়েছে। তাতেই বিভিন্ন স্থানে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দোকানে যাবেন বলে বেরিয়েছিলেন, মাঝরাস্তাতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর