১০ বছর পর আচার্যের উপস্থিতিতে বিশ্বভারতীতে সমাবর্তন, অনুষ্ঠানে পৌঁছলেন মোদি-হাসিনা-মমতা
Last Updated:
বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই শান্তিনিকেতন পৌঁছেছেন নরেন্দ্র মোদি, শেখ হাসিনা। আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
#বীরভূম: বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই শান্তিনিকেতন পৌঁছেছেন নরেন্দ্র মোদি, শেখ হাসিনা। আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শান্তিনিকেতনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। ১০ বছর পর আচার্যের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীতে।মূল অনুষ্ঠানে যাওয়ার আগে রবীন্দ্রভবনে যান প্রধানমন্ত্রী। ভিজিটার্স বুকে সই করেন তিনি। তাঁকে স্বাগত জানান বিশ্বভারতীর উপাচার্য।
ইতিমধ্যেই শুরু গিয়েছে মূল অনুষ্ঠান। নিরাপত্তার চাদরে মোড়া গোটা শান্তিনিকেতন। উত্তরায়ণে শ্রদ্ধা জানিয়ে আম্রকুঞ্জের মূল অনুষ্ঠান। দেড় ঘণ্টার অনুষ্ঠান শেষে বাংলাদেশ ভবনের উদ্বোধন। অনুষ্ঠানে উদ্বোধনে ছিলেন দু’দেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল কেশরীনাথ ত্রি্পাঠী , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ভবনের ভিতরের আর্ট গ্যালারি, মিউজিয়ম, অডিটোরিয়াম, লাইব্রেরি ঘুরে দে্খবেন তাঁরা। এরপর রথীন্দ্র অতিথি গৃহ যাবেন অতিথিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2018 11:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০ বছর পর আচার্যের উপস্থিতিতে বিশ্বভারতীতে সমাবর্তন, অনুষ্ঠানে পৌঁছলেন মোদি-হাসিনা-মমতা