Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী আমার জন্য লাকি'! চা দোকানদার পরিমল ফের 'দিদির' অপেক্ষায়, সেদিন কী হয়েছিল জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Mamata Banerjee: দোকানে এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্মৃতি আগলে এখনও রয়েছেন পরিমল। এবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন সেই দোকানে?
দিঘা: দোকানে এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্মৃতি আগলে এখনও রয়েছেন পরিমল। দিঘায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ এই রাস্তার পাশে থাকা এক চা দোকানে আসেন। এমনকী নিজের হাতে চা বানিয়ে পরিবেশন করেন। তারপর থেকেই বদলে গিয়েছে ওই চা দোকানের ভবিষ্যৎ।
মুখ্যমন্ত্রী আসার পর থেকেই চা দোকানের বিক্রি বেড়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনে আবারও দিঘায় এসেছেন মুখ্যমন্ত্রী। তাই পরিমল আশাবাদী মুখ্যমন্ত্রী হয়তো আবারও আসবে তাঁর চা দোকানে। দিঘার সমুদ্রতটে গিয়ে মনের মানুষ হয়ে ওঠেন তিনি। সেরকমই এক অন্য রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় দিঘায়। ২০১৮ সালে দিঘায় এসে মুখ্যমন্ত্রী সবার কাছে পৌঁছে গিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: ‘আচমকা দেখছি গুলি চলছে-চিৎকার, ১৫ ফুট উঁচু থেকে হুক বেল্ট খুলে ঝাঁপ মারি’, বলতে গিয়ে গলা কাঁপছে ঋষির!
চা দোকানে ঢুকে তৈরি করেন চা। মুখ্যমন্ত্রী নিজের হাতে চা পরিবেশন করে চায়ের আড্ডাকে আলাদা ফ্লেভার দেন। আজও সেদিনের সেই মুহূর্তগুলিকে মনে রেখেছেন ওই চা দোকানের মালিক পরিমল জানা। জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী এখন দিঘায়। ৭ বছর আগেকার সেই স্মৃতি যেন ফিরে ফিতে আসছে এই দোকানদারের মনে।
advertisement
advertisement
আরও পড়ুন: সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে
মুখ্যমন্ত্রীর চা তৈরি করা এবং চা পরিবেশন করার ছবি বাঁধিয়ে রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই দোকান এখন ‘বিখ্যাত’ হয়ে গিয়েছে। আগের তুলনায় ভিড় বেড়েছে দোকানে। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন বুধবার। মন্দির উদ্বোধনের মুহূর্তের সাক্ষী হতে পর্যটকদের আরও ভিড় বেড়েছে দিঘায়। দিঘার ব্যবসা আরও জমজমাট হবে বলে প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। পরিমল জানা বলেন, ‘দিদি দোকানে আসার পর তার দোকান দিঘায় বিখ্যাত হয়ে উঠেছে। জগন্নাথ মন্দির দিঘার আরও মাহাত্মা বাড়ল। দিঘার অর্থসামাজিক ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে।’
advertisement
দিঘা বর্ডারের কাছে, দিঘা বিজ্ঞান কেন্দ্রের উল্টো দিকে পরিমল জানার চায়ের দোকান। দিঘার এক প্রান্তে দোকান হলেও মুখ্যমন্ত্রী ছোঁয়ায় এই দোকান হয়ে উঠেছে বিখ্যাত। সকাল থেকে রাত পর্যন্ত বহু পর্যটক এই দোকানে এসে চা খান। ফলে মুখ্যমন্ত্রী আসার পর ব্যবসা বেড়েছে পরিমলের। চা বিক্রেতা পরিমল এখনও স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার আসবেন তাঁর দোকানে। জগন্নাথ মন্দির দিঘাতে হওয়ার জন্য তিনি খুবই খুশি। দিঘায় যত পরিমাণে পর্যটক আসতেন আরও বেশি পরিমাণে আসবেন এমনটাই তিনি আশা করছেন।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 2:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী আমার জন্য লাকি'! চা দোকানদার পরিমল ফের 'দিদির' অপেক্ষায়, সেদিন কী হয়েছিল জানেন?
