Mamata Banerjee: 'বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়ো!' হঙ্কার মমতার

Last Updated:

এ দিনও মুখ্যমন্ত্রী বার বার বলেছেন, দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#উত্তরপাড়া: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির মধ্যেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে নাম না করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উত্তরপাড়ায় মেট্রোর কোচ কারখানার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাকে ভাঙতে গেলে আগে আসল সিংহের সঙ্গে লড়ো৷'
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি৷ এ দিন ইঙ্গিতপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, 'ববি বলছিল, রোজ নাকি আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আরে আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!'
এ দিনও মুখ্যমন্ত্রী বার বার বলেছেন, দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু একই সঙ্গে ষড়য়ন্ত্রের তত্ত্বও এ দিন ফের একবার উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাংলার বদনাম করা এবং রাজ্যের অগ্রগতি আটকে দিয়ে রাজ্য সরকারকে উত্যক্ত করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা৷ তিনি বলেন, 'ওরা চায় বাংলায় কিছু হবে না, বাংলার বদনাম করো৷ আমি সব প্ল্যানিং জানি৷ নিশ্চয়ই কিছু হলে অ্যাকশন হবে৷ কিন্তু মধ্য রাতে কেন, ভোর পাঁচটায় কেন? ববি বলছে ভোর পাঁচটায় আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা?'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে ভুল হতেই পারে৷ কার ভুল হয় না? ভুল করলে অ্যাকশন, শাস্তি হবে৷ আইনে প্রমাণিত হলে নিশ্চয়ই পদক্ষেপ হবে৷ কিন্তু বিচারপতিরা বিচার করার আগে সংবাদমাধ্যমই দোষী প্রমাণিত করে দিচ্ছে৷'
একই সঙ্গে অবশ্য পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'যেখানে প্রয়োজন আছে, সেখানে নিশ্চয়ই তদন্ত করুক৷ অন্য দলের ভাবমূর্তি খারাপ করে নিজেরা দেশকে লুঠছে৷ আর কথা বলতে গেলে সব সাসপেন্ড৷ ভাবছে মহারাষ্ট্র ভেঙেছি, এর পর ঝাড়খণ্ডকে ভাঙবো, তার পর ছত্তীসগড়কে ভাঙবো আর বাংলা তো আমাদের হারিয়ে দিয়েছে! বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকােরর সিংহের সঙ্গে লড়ো, এমন কি পারলে নেংটি ইঁদুরের সঙ্গে লড়ো৷ বাংলা ভয় পেলে রবীন্দ্রনাথ অত সাহসিকতার সঙ্গে লিখতে পারতেন না৷ ব্রিটিশরা কত অত্যাচার করেছে, কিন্তু এরকম অত্যাচার ছিল না৷ '
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়ো!' হঙ্কার মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement