#কলকাতা: তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ নিজের দল তৃণমূল কংগ্রেস অবশ্য প্রকাশ্যে তাঁর পাশেই দাঁড়িয়েছে৷ কিন্তু তিনি নিজেও যে মন্ত্রিত্ব ছাড়ার কথা ভাবছেন না, তা স্পষ্ট করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়৷
এ দিন জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেখানেই ঢোকার সময় তাঁকে সংবাদিকরা প্রশ্ন করেন, 'পার্থদা, আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন?' জবাবে রাজ্যের শিল্প মন্ত্রী পাল্টা বলেন, 'কারণ কী?' সংক্ষিপ্ত এই জবাবেই পার্থ বুঝিয়ে দিলেন, ইডি-র হাতে গ্রেফতার হলেও মন্ত্রিত্ব ছাড়ার কথা ভাবছেন না তিনি৷
আরও পড়ুন: মাথা নিচু করে বসে অর্পিতা, আলাদা গাড়িতে পার্থ! স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে ইডিবর্তমানে রাজ্যের শিল্প দফতরের পাশাপাশি পরিষদীয় মন্ত্রীর পদেও রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷
গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের ব্যবহৃত একটি গাড়ি বিধানসভায় ফেরত আসে৷ পরিষদীয় মন্ত্রী হিসেবে সরকারি ওই গাড়ি ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি ফেরত আসার পর জল্পনা ছড়ায়, তবে কি মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিতে চলেছেন তৃণমূলের মহাসচিব? বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দেন, গাড়ি ফেরত পাঠানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি৷
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূলের তরফে জানানো হয়েছিল, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল বা সরকারি স্তরে কোনও পদক্ষেপ করা হবে না৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির পক্ষে৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সহমত প্রকাশ করেন পার্থ নিজেও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee, Partha Chatterjee, SSC