দিঘা: বিরোধী নেত্রী থাকার সময় একাধিক বার শরীরে বড়সড় আঘাত পেয়েছেন৷ মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পা ভেঙেছিল তাঁর৷ কিন্তু ২০২১-এ নির্বাচনের খেলা ঘুরিয়ে দিয়েছিলো তাঁর একটি স্লোগান- খেলা হবে৷ অন্তত সেরকমই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ ভোট প্রচারে গিয়ে পা ভাঙার পরেও কীভাবে তাঁর মাথায় খেলা হবে স্লোগান এল, এ দিন পূর্ব মেদিনীপুরের দিঘার জনসভা থেকে তা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে সম্মানের লড়াই তৃণমূলের৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন তিনি৷ যদিও পরাজিত হতে হয় মুখ্যমন্ত্রীকে৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে অবশ্য হাইকোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: দিল্লিতে বসেই পঞ্চায়েত ভোটের সলতে পাকানো শুরু, দলের সাংসদদের বড় নির্দেশ অভিষেকের
এ দিন দিঘায় দলের কর্মী সম্মেলন থেকে তৃণমূলনেত্রী ২০২১-এ নন্দীগ্রামে ভোটের লড়াইয়ের কথা তোলেন৷ নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে পা ভেঙেছিল মুখ্যমন্ত্রীর৷ বাধ্য হয়ে কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে৷ ভর্তি হতে হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানে চিকিৎসার পর পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেই প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী৷ হুইলচেয়ারে বসে তাঁর খেলা হবে স্লোগান নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তোলে৷
এ দিন সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'সেদিন আমার পা ফুলে গিয়েছিল৷ মাথা যন্ত্রণা করছিল৷ হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেত৷ তাই বাধ্য হয়ে কলকাতা ফিরে গিয়েছিলাম৷ ওরা বুনো ওল হলে আমিও কচু৷ আমি ভয় পাই না৷ আমার দলের কর্মীরা বলল, দিদি তাহলে কি আমাদের প্রচার হবে না৷ আমি ওদের আশ্বস্ত করলাম৷ হুইলচেয়ার নিয়েই বেরিয়ে পড়লাম৷ সেদিনটা আমি ভুলিনি৷ পুলিশের ভাইবোনেরাও আমাকে খুব সাহায্য করেছিল৷ ধরে ধরে হেলিকপ্টারে তুলত আর নামাতো৷ এসবের মধ্যেই কীভাবে মুখ দিয়ে খেলা হবে স্লোগানটা বেরিয়ে গিয়েছিল! সেই স্লোগানেই সব জব্দ হয়েছিল।'
আরও পড়ুন: ভাল নেই অনুব্রত মণ্ডল! আদালতের বাইরে যা জানালেন, দুশ্চিন্তা বাড়ল কয়েকগুণ
২০২১- এর নির্বাচনে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল ভোট প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছিল৷ নিয়ম করে প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগান তুলতেন৷ সভা শেষে ফুটবল ছুড়ে দিতেন জনতার উদ্দেশ্যে৷ তৃণমূল কর্মী সমর্থকরা ভাঙা পায়ে খেলা হবে গানে, স্লোগানে নতুন উদ্যমে প্রচার শুরু করেন৷ ২০২১-এর নির্বাচনে তৃণমূলের এই প্রচার কৌশল যে শাসক দলের পালে হাওয়া টানতে অনেকটাই সাহায্য করেছিল, তা ভোটের একতরফা ফলেই প্রমাণিত হয়ে গিয়েছিল৷
তবে তিনি যে নন্দীগ্রামের হার মেনে নিতে পারেননি, তা এ দিনও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নাম না করে বার বারই এ দিনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Khela Hobe, Mamata Banerjee