Mamata Banerjee: 'কেউ ফর্ম ফিলাপ করতে বললে...', ভোটার লিস্টের নাম নিয়ে বড় সতর্কতা মমতার! রাজ্যবাসীকে দিলেন 'সমাধান'ও
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee: ঝাড়গ্রামের মঞ্চে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মমতার দাবি, 'ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো।'
ঝাড়গ্রাম: আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকেও ফের একবার এসআইআর নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে সাবধান করে বললেন, ‘সবাই ভোটার কার্ডে নাম তুলবেন। নতুন করে ক্রস চেক করুন। কেউ এই নিয়ে ফর্ম ফিলাপ করতে বললে করবেন না। না জেনে করলে নাম বাদ দিয়ে দেবে ভোটার লিস্ট থেকে। এনআরসি করে দেবে। আমরা এনআরসি করতে দেব না’।
ঝাড়গ্রামের মঞ্চে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মমতার দাবি, ‘বাংলা ভাষায় কথা বললে বলছে রোহিঙ্গা। মায়ানমার আলাদা দেশ। তাদের ভাষা আলাদা। জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো। ডাবল ইঞ্জিন অনেক সময় বলে এই রাজ্যে নাকি কাজ নেই। তাই ওরা অন্য রাজ্যে যায় শ্রমিকরা। আমি বলি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়। ওঁরা এত ভাল কাজ করেন’।
advertisement
আরও পড়ুন: ‘SIR আসলে কী? বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে’! ঝাড়গ্রামে বিরাট দাবি তুলে মমতার আশ্বাস, ‘ভয় পাবেন না’
বিজেপির নাম করে মমতার কটাক্ষ, ‘বিজেপি সব ব্যাপারে কোর্টে যায়। ভোটে যায় না। নোটে আনে ভোটে।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্র সরকারের পরিকল্পনা আছে, যাদের ভোটার কার্ড আছে, তাদের বলবে আগের নাম আছে কি না দেখলে হবে না। আবার নতুন করে গিয়ে নাম আছে কি না দেখে নাম তুলুন ভোটার তালিকায়। যাঁরা বলছেন বার্থ সার্টিফিকেট লাগবে, তাঁদের বার্থ সার্টিফিকেট আছে তো?’
advertisement
advertisement
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ২০২৫ সালে বিনামূল্যে কোথায় পড়াশোনা করার সুযোগ? ‘FULL’ স্কলারশিপ নিয়ে বিশদে জানুন
দেশে বাঙালির মহিমা মনে করিয়ে মমতার দাবি, ‘সব দেবেন নিজের ভাষা, ঠিকানা, অস্তিত্ব দেবেন না। আজ মুম্বাইয়ে মতুয়াদের উপর অত্যাচার চলছে। একজনকে কুপিয়ে খুন করেছে বাংলায় কথা বলার জন্যে। যারা সত্যি অনুপ্রবেশকারী তাদের তুমি ব্যবস্থা নাও। সেটা আমাদের হাতে নেই।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'কেউ ফর্ম ফিলাপ করতে বললে...', ভোটার লিস্টের নাম নিয়ে বড় সতর্কতা মমতার! রাজ্যবাসীকে দিলেন 'সমাধান'ও










