Mamata Banerjee on Bengali Language: 'কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি', স্কুলে বাংলা বাধ্যতামূলক বিতর্ক মেটালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee on Bengali Language: ঝাড়গ্রাম থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের অনুষ্ঠানে
মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের অনুষ্ঠানে
ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক কি না, তা নিয়ে সংশয় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রাম থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে। যেখানে প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, সাফ জানান মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা কমাতে মন ভাল রাখার ‘ক্লাস’! চালকদের স্ত্রী-সন্তানকে অনেক কিছু শেখাবে ভারতীয় রেল
মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছেন। আমরা যেটা ক্যাবিনেটে আলোচনা করেছি, আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলছি। যাঁরা বাংলা মিডিয়ামে পড়েন তাঁরা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিতে পারেন। যেখানে অলচিকি মাধ্যম আছে, সেখানে অলচিকি নিতে পারবেন। কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এটা ঠিক নয়।’
advertisement
আরও পড়ুন: মমতার ইভিএম হ্যাকের বিস্ফোরক দাবির পাল্টা শুভেন্দু, বললেন, ‘সবই পরাজয়ের আশঙ্কা’!
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘বাংলায় আমরা বাস করি। বাংলায় বেশিরভাগই তো বাংলা মাধ্যম স্কুল। যাঁরা বাংলায় পড়েন, তাঁরা বাংলাই নেবেন। আমার লোকাল ভাষা এক নম্বরে থাকবে। এটা মনে রাখবেন।’ গত শুক্রবার মন্ত্রিসভায় স্কুলের ভাষানীতি নিয়ে আলোচনা হয়। তারপরই শোরগোল পড়ে, রাজ্য়ের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পর এদিন মুখ্যমন্ত্রী সমস্ত বিতর্কের অবসান ঘটান।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Bengali Language: 'কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি', স্কুলে বাংলা বাধ্যতামূলক বিতর্ক মেটালেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement