Suvendu Adhikari Attacks Mamata Banerjee: মমতার ইভিএম হ্যাকের বিস্ফোরক দাবির পাল্টা শুভেন্দু, বললেন, 'সবই পরাজয়ের আশঙ্কা'!

Last Updated:

Suvendu Adhikari Attacks Mamata Banerjee: আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী ইন্ডিয়া-জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা।

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
কলকাতা: মুম্বাইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকের আগে ইভিএম নিয়ে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, চব্বিশের লোকসভা ভোটে ইভিএম হ্যাক করতে পারে বিজেপি। এও দাবি করেন, ‘চব্বিশে জিতবে ইন্ডিয়াই’। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘চব্বিশে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই। ইস বার চারশো পার। দুর্নীতিগ্রস্তদের জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে’।
আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে আগামীর কর্মসূচি নিয়ে তো আলোচনা হবেই। পাশাপাশি ইভিএম নিয়েও আলোচনা হবে। বিরোধী জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার, এই ইভিএম নিয়েই সুর চড়ান। তিনি দাবি করেন,’বিজেপি ইভিএম হ্যাক করার চেষ্টা করছে।’ মমতার কথায়,’ ওরা ইভিএম হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হবে’।
advertisement
advertisement
আর এ নিয়েই এবার মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বললেন,’বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কীভাবে চলছে তা কারও কাছেই অজানা নয়। বিগত দিনেও এই ধরনের জোট হয়েছিল, তার ফল কী হয়েছে সবাই দেখেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম নিয়ে অমূলক আশঙ্কা আসলে লোকসভা ভোটের আগেই পরাজয় স্বীকার’।
advertisement
আরও পড়ুন: চিংড়ি খেতে ভালবাসেন? এভাবে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে! জানুন
পাশাপাশি শুভেন্দু অধিকারী একযোগে কংগ্রেস-সিপিএম-তৃণমূলকে নিশানা করে জোর গলায় দাবি করেন, ‘গতবার বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ জিতেছিলেন। এবার সেটা ৩৬ হবে। আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে এ রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করবই। বাংলায় কুস্তি আর অন্য রাজ্যে দোস্তির জবাব দেবে মানুষ’।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ওদের অভিধানটা সংবিধান নয়। ওদের অভিধানটা হল সন্ত্রাসের অভিধান। নতুন শব্দ কায়েম করেছে। ওরা হিংসার আশ্রয় নেবে এবং সব কিছুকে গেরুয়া বানিয়ে দেবে’। মমতার এই বক্তব্যের পাল্টা শুভেন্দু বলেন,’ ওনার মুখে সন্ত্রাসের কথা শোভা পায় না। গত বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার আজও সন্ত্রাসের শিকার হচ্ছে বাংলার মানুষ ‘। বলাবাহুল্য, আগামী লোকসভা ভোটে বিজেপি ও নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে বিজেপি-বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’। এই জোটকে আগেই আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ। এবার এ রাজ্যের পদ্ম শিবির দাবি করছে, ‘যতই বিরোধীরা জোট করুক, জিতবেন সেই মোদিই। ইস বার চারশো পার।’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Attacks Mamata Banerjee: মমতার ইভিএম হ্যাকের বিস্ফোরক দাবির পাল্টা শুভেন্দু, বললেন, 'সবই পরাজয়ের আশঙ্কা'!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement