Mamata Banerjee: একেবারে অন্য মুডে মুখ্যমন্ত্রী! গানে ইন্দ্রনীল সেন, মাদলে মাতলেন মমতা
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Mamata Banerjee: এবার খাতড়া এসেই পর্যটন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের গানের তালে মাদল বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া: মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখল জঙ্গলমহল। হুইচেয়ার ঠেলে নিয়ে গেলেন তিনি। বলাই বাহুল্য, বাঁকুড়ার জঙ্গলমহল অপেক্ষায় ছিল মুখ্যমন্ত্রীর আগমনের। সামনেই লোকসভার ভোট। অন্যদিকে,মুখ্যমন্ত্রীর জঙ্গলমহলের সভার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সভায় দেখা গেল এক অন্য ছবি। তবে ফিরে যাওয়া যাক তার আগের দিন। বাঁকুড়ায় এসে ঢাক বাজিয়ে পায়ে হেঁটে ভৈরবস্থানে পুজো দেন তিনি।
এবার খাতড়া এসেই পর্যটন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের গানের তালে মাদল বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জোৎস্না মাণ্ডি। বাঁকুড়ায় ঢাক বাজিয়ে, এবার খাতড়ায় বাজালেন ধামসা মাদল।
advertisement
advertisement
বুধবার খাতড়ায় প্রশাসনিক সভায় যোগ দিয়ে এলাকার মানুষজনের হাতে সরকারি পরিষেবা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই ধরা পড়লমানবিক মুখ্যমন্ত্রীর অন্যরকম চেহারা। ওই অনুষ্ঠানে এলাকার বাসিন্দা সজল বাগদির হাতে মানবিক পেনশন তুলে দিলেন তিনি। পাশাপাশি তার হুইলচেয়ার ঠেলে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই উজ্জ্বল মুহূর্তের সাক্ষী থাকলেন নেতা মন্ত্রী প্রশাসনিক আধিকারিক থেকে এলাকার সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? এত সহজ প্রশ্ন, অথচ ৯৯%-ই জানেন না উত্তর! আপনি জানেন?
সভা শেষে বাঁকুড়া ছেড়ে ঝাড়গ্রাম রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাঁকুড়ায় সরকারি উপভোক্তাদের সরকারি পরিষেবা প্রদান সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি কি রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তার অপেক্ষাতেই সাধারণ মানুষ।
—- নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 10:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: একেবারে অন্য মুডে মুখ্যমন্ত্রী! গানে ইন্দ্রনীল সেন, মাদলে মাতলেন মমতা