আজ থেকে তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, নজরে রাজনৈতিক সভা, প্রশাসনিক বৈঠক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পঞ্চায়েত ভোটের আগে নদিয়া জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই তিন দিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পর জেলা সফর নদিয়া জেলা দিয়ে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের দোরগোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। তার আগে রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর।
নবান্ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার অর্থাৎ আজ হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে কৃষ্ণনগর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। সেকেটে রাজনৈতিক দিক থেকে এই রাজনৈতিক সভা কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার এই রাজনৈতিক সভা করার পর বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন নদিয়া জেলাতেই মুখ্যমন্ত্রী। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত ছাতিমতলা আমবাগান মাঠ এলাকাতে প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক বৈঠক থেকে নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রশাসনিক বৈঠক থেকে কয়েকটি ভেসেলের সূচনাও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
advertisement
কালীপুজোর আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মূলত জলপাইগুড়ি জেলায় মাল নদীতে হড়পা বানে মৃত পরিবারদের আত্মীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন কালীপুজো মিটলেই ফের তিনি তার জেলা সফর শুরু করবেন।
advertisement
আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে তেমনটাই ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। তার আগেই বিভিন্ন ব্লকে ব্লকে যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি যাতে দ্রুত শেষ করা হয় সে বিষয়েও নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও বৃহস্পতিবার এই প্রশাসনিক বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে মুখ্য সচিবের দফতর। মনে করা হচ্ছে বৃহস্পতিবারে প্রশাসনিক বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 6:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজ থেকে তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, নজরে রাজনৈতিক সভা, প্রশাসনিক বৈঠক