Mamata Banerjee in Birbhum: 'কাল শুনেছি সারা দেশে রেইড হয়েছে!' বীরভূমে বিস্ফোরক অভিযোগ মমতার! যা বললেন, তুঙ্গে শোরগোল

Last Updated:

Mamata Banerjee in Birbhum: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''আমি শুনেছি কাল সারা দেশে রেইড হয়েছে। কেন টাকা নেই? জিডিপি নিয়ে বড় বড় কথা বলেছিল। শুধু বড় বড় বক্তব্য।''

বীরভূম থেকে তুমুল আক্রমণ মমতার
বীরভূম থেকে তুমুল আক্রমণ মমতার
বীরভূম: পঞ্চায়েত নির্বাচনের আগে কোন পথে এগোবে কেষ্টহীন বীরভূম? কী হবে তৃণমূলের স্ট্র্যাটেজি? এইবারের বীরভূম সফরে ইতিমধ্যে তার রূপরেখা সাজিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লালমাটির এই জেলায় 'উপহার'-এর ডালি সাজিয়ে প্রশাসনিক বৈঠক করলেন তিনি। এবার বাজেট ঘোষণার দিন কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন, ''আমি শুনেছি কাল সারা দেশে রেইড হয়েছে। কেন টাকা নেই? জিডিপি নিয়ে বড় বড় কথা বলেছিল। শুধু বড় বড় বক্তব্য। সবই নাকি ওনারা করেছেন? তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি? কেন ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে? অথচ আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না?''
advertisement
advertisement
মোদি সরকারের উদ্দেশ্যে মমতার কটাক্ষ, ''আমি আগে এইরকম সরকার দেখিনি। কথায় কথায় ডিএম-দের সঙ্গে বৈঠক করছে,পুলিশদের সঙ্গে বৈঠক করছে। সবাইকে আয়কর ধরছে, যাকে পারছে সিবিআই ধরাচ্ছে, ইডি ধরছে। দেশের নিরাপত্তা রক্ষা করা উচিত। সত্যিকারের যারা চোর ডাকাত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনও আপত্তি নেই।''
advertisement
বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''এখানে তো একটা উইপোকা কামড়ালে বিজেপি সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস করলে সবাইকে জেলে ভরিয়ে দাও। উত্তরপ্রদেশে কী হয়েছে। উন্নাওতে যারা ধর্ষণ করেছেন তাদের প্যারোলে ছেড়ে দাও। কুৎসকারী দল, হঠকারী দল, যারা জীবনে লাটসাহেবের মতো মানুষ হয়েছেন, তারা যারা কাজ করেছেন, তাদের সমালোচনা করে। জবাব চাই, আমাদের ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। এনআরসি আমরা করতে দেব না। মনে রাখবেন এখানে সবাই আমরা নাগরিক।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee in Birbhum: 'কাল শুনেছি সারা দেশে রেইড হয়েছে!' বীরভূমে বিস্ফোরক অভিযোগ মমতার! যা বললেন, তুঙ্গে শোরগোল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement