Mamata Banerjee: 'বিজেপি-র বেলুন ফুস, লোকই নেই!' নবান্ন অভিযানকে গুরুত্বই দিলেন না মমতা

Last Updated:

পরিকল্পনা মতোই এ দিন নবান্ন থেকে অনেক দূরে বিজেপি-র অভিযান আটকে দিতে পেরেছে পুলিশ৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#খড়্গপুর: বিজেপি-র নবান্ন অভিযানকে গুরুত্বই দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন খড়্গপুরে দলীয় বৈঠকেই নবান্ন অভিযান নিয়ে বিজেপি-কে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, বৈঠকে মমতা বলেন, 'বিজেপি-র নবান্ন অভিযানে লোক হয়নি।ওদের বেলুন ফুস। ওদের গুরত্ব দেওয়ার দরকার নেই।'
এ দিন বিজেপি-র নবান্ন অভিযান কর্মসূচি থাকলেও একদিন আগেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন খড়্গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ সেই বৈঠকেই পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্ব উপস্থিত ছিল। উপস্থিত ছিল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়করাও৷ ওই বৈঠক চলাকালীনই বিজেপি-র নবান্ন অভিযান নিয়ে সরব হন মমতা৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা যখন চাকরি দিচ্ছি তখন বিজেপি নবান্ন অভিযান নিয়ে নজর অন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।আমরা চাকরি দেব।'
পরিকল্পনা মতোই এ দিন নবান্ন থেকে অনেক দূরে বিজেপি-র অভিযান আটকে দিতে পেরেছে পুলিশ৷ শুরুতেই আটক করা হয় শুভেন্দু অধিকারীকে৷ সেখানেই অনেকটা ধাক্কা খায় বিজেপি-র যাবতীয় পরিকল্পনা৷ দুপুরের মধ্যেই অভিযান শেষ করার কথা জানিয়ে দেন দিলীপ ঘোষ৷ শুধুমাত্র সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজে নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ- বিজেপি সমর্থক সংঘর্ষে উত্তেজনা ছড়ায়৷ কিন্তু নবান্নের কাছে ঘেঁষতে পারেননি বিজেপি-র কেউ৷
advertisement
স্বভাবতই পুলিশের ভূমিকায় খুশি মুখ্যমন্ত্রীও৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি-কে যে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, এ দিন তাও বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷
তবে এ দিন দলের বৈঠকে ফের একবার অভ্যন্তরীন দ্বন্দ্ব মিটিয়ে দলের নেতাদের মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'বিজেপি-র বেলুন ফুস, লোকই নেই!' নবান্ন অভিযানকে গুরুত্বই দিলেন না মমতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement