'বাম আর রামের মাঝেই অধীররাজ, অধীরের হয়ে প্রচার করছে আরএসএস' বহরমপুরে বিস্ফোরক তৃণমূলনেত্রী

Last Updated:
#বহরমপুর: অধীর গড়ে মমতার আক্রমণ ৷ লোকসভা নির্বাচনের প্রচারে এ'দিন জমজমাট মুর্শিদাবাদ জেলা ৷ বহরমপুরে নির্বাচনী সভায় মমতার নিশানায় অধীর, তিনি জনসভায় বিঁধেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ৪ বারের বহরমপুরের সাংসদ অধীর চৌধুরিকে ৷
তিনি বলেছেন বাম আর রামের মাঝেই অধীর ৷ বর্তমানে বহরমপুরে বাম আর রামের শাসন চলছে ৷ অধীর চৌধুরীর হয়ে প্রচার করছে আরএসএস ৷ এলাকায় অধীর চৌধুরীকে দেখতেই পাওয়া যায় না ৷ সেই বিষয়েই মমতা প্রশ্ন তুলেছেন কোথায় থাকেন বহরমপুরের সাংসদ ৷
সভা থেকে তিনি বহরমপুরে উন্নয়নের ডাক দিয়েছেন ৷ অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার আজ তারই সমর্থনে সভায় বক্তব্য রেখেছেন তৃণমূলনেত্রী ৷ তিনি কর্মিসভায় দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন প্যান্ডোরার বাক্স খুললে অনেক কিছু বেরবে ৷
advertisement
advertisement
আরও দেখুন : Lok Sabha Elections 2019: বহরমপুরে ভোটপ্রচারে নাম না করে অধীরকে তুলোধনা মমতার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বাম আর রামের মাঝেই অধীররাজ, অধীরের হয়ে প্রচার করছে আরএসএস' বহরমপুরে বিস্ফোরক তৃণমূলনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement