'আমাকে বাধ্য কোরো না ব্যবস্থা নিতে', ভরা মঞ্চ থেকে মমতার বকা! ফুল মার্কস জুন মালিয়াকে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee on west medinipore: ভরা মঞ্চ থেকে কাকে বকলেন মমতা! জুন মালিয়া পেলেন ফুল মার্কস।
কলকাতা: এবার পশ্চিম মেদিনীপুরের গোষ্ঠী কোন্দল নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়া পেলেন ফুল মার্কস। অন্যদিকে বকা খেলেন মেদিনীপুরে দলের সভাপতি সুজয় হাজরা।
মমতা এদিন সভা থেকে বলেন, জুন মালিয়া এলাকায় ঘোরে৷ সুজয় তুমি জুনের সঙ্গে ভাল ব্যবহার করবে। আমাকে বাধ্য কোরো না ব্যবস্থা নিতে। শিউলির সাথে কেশপুরে ঝামেলা মেটাও।
আরও পড়ুন- দু’বছর কোনও খোঁজ নেই, হারানো মাকে ফিরে পেল সন্তানরা, কীভাবে জানলে অবাক হবেন!
ভরা সভা থেকে মমতা আরও বলেন, কেউ কেউ আবার অজিত মাইতিকে মানতে চাইছে না৷ অজিত তুমিও গ্রুপ কমাও৷ কেশিয়ারিতে ঝামেলা মেটাও। না হলে আমি তোমাদের বদলে দেব। দীনেন রায় আগের মতো এফেক্টিভ হও। শুধু দোকানে বসলে হবে না৷ মানুষের দোকানে যাও।
advertisement
advertisement
মমতা আরও বলতে থাকেন, শ্রীকান্ত মাহাতো কত বড় নেতা! ওদিকে মাহাতোদের কথা বলতে পারে না। চারবার চিঠি দিয়েছি, কেন বলতে পারল না? আমরা কী চোর না ডাকাত? জোর গলায় বলবে৷ উত্তরা সিংহ তোমাকে জেলা পরিষদে উত্তর দিতে হবে রাস্তাগুলো করে৷ ঘাটালে সমস্যা আছে৷ ঠিক করে করুন৷ দেবকেও ডাকুন। চন্দ্রকোণায় ভালো ভাবে দেখুন৷ দেব ও অপরুপাকে নিয়ে বুথ দেখবেন৷
advertisement
আরও পড়ুন- ‘সঙ্গীতা না হলে সঞ্চিতা,’ হাসপাতালের সদ্যোজাতের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
মমতা আরও বলেন, হুমায়ুন কবীর ডেবরায় সমস্যা আছে৷ প্রশাসনিক কাজ আর রাজনীতি আলাদা৷ মানস ভুইয়া শুধু সবং করলে চলবে? মাদুরকাঠি, সুইমিং পুল করলে হবে! আপনি তো রাজ্যের মন্ত্রী, জেলাটা আপনার। বিক্রম দা আপনি উড়িষ্যা সীমান্তে অবৈধ বাজির রিপোর্ট নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার আর আমাকে দেবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আমাকে বাধ্য কোরো না ব্যবস্থা নিতে', ভরা মঞ্চ থেকে মমতার বকা! ফুল মার্কস জুন মালিয়াকে