দিঘা নিয়ে বিরাট ঘোষণা মমতার, কলকাতা থেকে যাচ্ছে বিশেষ দল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে নতুন করে ফের সৌন্দর্যায়নের ওপর গুরুত্ব দিতে বলেন।
#পূর্ব মেদিনীপুর: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য পূর্ব মেদিনীপুর জেলায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিঘা-তাজপুর নিয়ে বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'আমি অভিনন্দন জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গকে। দিঘা আজ আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে হয়ে গিয়েছে। দিঘা তমলুক রেল আমার করে দেওয়া। ৭ কিলোমিটার করে দিচ্ছি। পুজোতে সবাই আসবেন। কলকাতা থেকে বেস্ট টিম ভিসিট করিয়ে নিয়ে এসো। তাহলে পুজোতে সবাই আসবে। আগে অনেক অনিয়ম হয়েছে দিঘা, শংকরপুর ডেভলপমেন্ট অথরিটিতে। এইগুলো দেখে নিও।' সভা থেকে সরাসরি জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মমতা এদিন আরও ঘোষণা করেন, 'নয়াচর ল্যান্ডটা আমাদের হাতে এসেছে। ওখানে হাব-এর কাজ শুরু হয়েছে। এখানে তাজপুর পোর্টের কাজ শুরু হয়েছে। এখানে অনেক কাজ পাবেন অনেকে। নয়াচর অনেক দিন ধরে পড়ে আছে। নয়াচরে ইকো হাব ও সোলার প্লান্ট হবে। কাজটা শুরু করে ফেলেছি। নয়াচরে টিম পাঠিয়ে একটু দেখে নিতে হবে। নয়াচরে কয়েকটা হোম স্টে করে দেবেন।' যে কটেজগুলো করা হবে তার জন্য বেশি খরচ না করার নির্দেশ দেন মমতা।
advertisement
advertisement
আরও পড়ুন: হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজোয় শুধুই ইতিহাসের গন্ধ, জানুন
দিঘা ভেরিফিকেশনের ওপরেও তার প্রভাব পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে নতুন করে ফের সৌন্দর্যায়নের ওপর গুরুত্ব দিতে বলেন। বুধবারে প্রশাসনিক বৈঠক থেকে নবরূপে দিঘার সৌন্দর্যায়ন প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
advertisement
বুধবারের এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার জন্য। যার মধ্যে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধনের পাশাপাশি দিঘার বিটিফিকেশনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 3:55 PM IST