Mamata Banerjee on SIR Hearing: এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷
এসআইআর-এ সাধারণ মানুষের হয়রানি এবং প্রাণহানির প্রতিবাদে প্রয়োজনে এবার তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন৷ আগামিকালই এ বিষয়ে আদালতে মামলাও করা হবে৷৷ এ দিন গঙ্গাসাগরের সরকারি সভা থেকে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই মামলা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে নাকি তৃণমূল করবে, তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী৷
প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷ তবে আইনজীবী হিসেবে নন, সাধারণ মানুষ হিসেবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে চান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
গঙ্গাসাগরের সভা থেকে মমতা বলেন, ‘বিজেপি করতে পারে না এমন কোনও কাজ নেই। যে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে তাঁদের অধিকার ছিল ৭, ৮ নম্বর ফর্ম পূরণ করার। এআই ব্যবহার করে নাম বাদ দিয়েছে। হোয়াটস্যাপে ইলেকশন কমিশন চলছে। নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। ভ্যানিশ করে দিচ্ছে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। এ লড়াই বাঁচার লড়াই। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। কাল আদালত খুললে আমরা আদালতে যাব। এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে সওয়াল করবো। আমি সাধারণ মানুষের হয়ে কথা বলব। তবে আইনজীবী হিসেবে নন, আমি সাধারণ মানুষ হিসেবেই সাধারণ মানুষের কথা বলব। সেই অনুমতি আমি আদালতের থেকে নেবো৷ মানুষের কত হেনস্থা হতে হচ্ছে।’ যেভাবে এসআইআর হয়রানিতে প্রবীণ, অসুস্থদের ডেকে হয়রান করা হচ্ছে, এ দিন তার প্রতিবাদেও সরব হন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এ দিনের সভায় ফের মুখ্যমন্ত্রীর মুখে রাম-বাম-শ্যামের কথা শোনা গিয়েছে৷ নিজের বক্তব্যের শেষ দিকে মমতা বলেন, রাম-বাম-শ্যাম ভাল থেকো৷ অনেক হয়েছে, আর নয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on SIR Hearing: এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা










