ফের মমতার নিশানায় মোদি, বনগাঁ-বসিরহাটের সভা থেকে আক্রমণ
Last Updated:
#বসিরহাট: বনগাঁ ও বসিরহাটে ভোটপ্রচারে গিয়ে ফের মোদিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে প্রভাব খাটানোর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। বললেন, সৌজন্য নিয়েও রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।
চতুর্থ দফার ভোটে রাজ্যে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আট কেন্দ্রের প্রায় সব বুথেই ছিল আধাসেনা। তারপরও অবশ্য অশান্তিমুক্ত করা যায়নি চতুর্থ দফার ভোটপর্ব। এই পরিস্থিতিতে বনগাঁর বাগদায়, জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোটে প্রভাব খাটাতে চাইছে বিজেপি।তৃণমূল নেত্রীর অভিযোগ, বাংলার জনসভায় লোক টানতে টাকা ছড়াচ্ছে গেরুয়া শিবির।চতুর্থ দফার ভোটের পরই দেশ থেকে বিদায় নিশ্চিত বিজেপির। বাগদার সভা থেকে কটাক্ষ মমতার।
advertisement
সম্প্রতি অক্ষয় কুমারকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিবছর তাঁকে কুর্তা-মিষ্টি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। এদিন বসিরহাটের স্বরূপনগরের জনসভা থেকে ফের মোদির বিরুদ্ধে সৌজন্য নিয়েও রাজনীতি করার অভিযোগ করলেন মমতা।অচ্ছে দিন, রাম মন্দির, কালো টাকা ফেরত- বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে হাতিয়ার করেই এদিন ফের গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2019 12:19 PM IST