Malipur Kali Mandir: বিহারের মল্লেপুর কালী মন্দির এখন বাংলায়! দেখতে কোথায় যেতে হবে জানুন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Malipur Kali Mandir: বসিরহাট শহরে এবার বিহারের মল্লেপুর কালী মন্দিরের আদলে কালী মন্দির গড়ে উঠল। চাইলে এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন
উত্তর ২৪ পরগনা: বিহারের মল্লেপুর কালী মন্দিরের আদলে এবার মন্দির বসিরহাটে। জামুই জেলার মল্লেপুর কালী মন্দির বেশ বিখ্যাত। এই মন্দিরের টানে অনেক পর্যটক বিভিন্ন রাজ্য থেকে ছুটে যান। বিশেষ করে উৎসবের সময় ভক্তদের ব্যাপক ভিড় হয় এখানে। মন্দিরটি সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বও বহন করে।
বসিরহাট শহরে এবার বিহারের মল্লেপুর কালী মন্দিরের আদলে কালী মন্দির গড়ে উঠল। চাইলে এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের শশ্মান কালী মন্দিরটি সংস্কার করে দেওয়া হয়েছে নতুন রূপ। বসিরহাট শহরের ইছামতীর তীরে নতুনরূপে সাজিয়ে তোলা ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির দেখে যেন এক টুকরো বিহারের মল্লেপুরের স্বাদ পাওয়া যাবে।
advertisement
advertisement
উল্লেখ্য বসিরহাট শহরের পাশে গড়ে ওঠা প্রচীন এই কালী মন্দিরের ভগ্নাদশায় ছিল। মাঝে মধ্যে জোয়ারের জলে জল ঢুকে যেত মন্দিরে। কয়েক বছর আগে মন্দির কমিটির কয়েকজন বিহারের মল্লেপুরের মন্দিরে বেড়াতে গিয়ে শশ্মান মন্দিরটি নতুনভাবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। দেখতে বিহারের মল্লেপুর মন্দিরের মত হলেও আকারে অত বড় নয়। স্থানীয় মানুষ নিত্য পুজো দেওয়া থেকে শুরু করে ভোগ সবই হয় এখানে। সব মিলিয়ে বসিরহাট শহরে গড়ে ওঠা এই বিহারের মন্দিরের আদলে গড়ে ওঠা মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2024 9:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Malipur Kali Mandir: বিহারের মল্লেপুর কালী মন্দির এখন বাংলায়! দেখতে কোথায় যেতে হবে জানুন









