South 24 Parganas News: ফিমেল ওয়ার্ডে শুয়ে-বসে আড্ডা পুরুষদের! নিরাপত্তা কোথায়? আতঙ্কে মহিলা রোগীরা
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
কুলতলি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় বিস্তর অবহেলার অভিযোগ। প্রচুর ফাঁকফোকর। এ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে রোগীদের মধ্যে।
দক্ষিণ ২৪ পরগনা: কুলতলি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় বিস্তর অবহেলার অভিযোগ। প্রচুর ফাঁকফোকর। এ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে রোগীদের মধ্যে। রোগী এবং তাঁদের পরিবারের তরফে অভিযোগ, ইমারজেন্সি বিভাগে রোগীদের সঙ্গে ঢুকে পড়ছেন বহু অপরিচিত ব্যক্তি। রোগী নামিয়ে অটো, টোটো যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের কার্যত দেখাই যায় না। অভিযোগ, তাঁরা চোখের আড়ালে বসে থাকেন।
আরও অভিযোগ, হাসপাতালের অস্থায়ী কর্মীরা নির্দিষ্ট পোশাকবিধি মানেন না। তাঁদের পরিচয়পত্র নেই। কে হাসপাতালের কর্মী তা চিহ্নিত করা কঠিন। হাসপাতালের ফিমেল ওয়ার্ডেও না কি পুরুষদের দাপাদাপি ৷ শুধু তা-ই নয়, ওয়ার্ডে ঢুকে তাঁরা বসেও থাকছেন, আড্ডাও মারছেন এমনই জানা যায় ৷ প্রতিবাদ জানিয়েও মিলছে না সুফল৷ সেই ছবি ধরা পড়ল কুলতলি ব্লক হাসপাতালে৷ শুধু মহিলা রোগীরাই নন, নিরাপত্তার অভাবে ভুগছেন কুলতলি ব্লক হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীরাও ৷
advertisement
advertisement
হাসপাতালে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ হাসপাতালের প্রবেশ দ্বারে সিভিক পুলিশ মোতায়েন থাকলেও সবসময় তাঁদের দেখা পাওয়া যায় না ৷ রোগীর সঙ্গেই জোর করে হাসপাতালে ঢুকে যান অনেকে ৷ রাত-বিরেতেও অচেনা-অজানা মানুষের আনাগোনা লেগে থাকে ৷ ফলে আতঙ্কে রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে আরম্ভ করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷
advertisement
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একমাত্র চিকিৎসার অন্যতম ভরসার জায়গা কুলতলি ব্লক হাসপাতাল ৷ প্রতি দিনই দিন ও রাতে বহু মানুষই আসেন চিকিৎসা করাতে ৷ বেশীরভাগ ক্ষেত্রেই রোগীর সঙ্গে একাধিক লোক আসেন ৷ অনেক পুরুষই এসে ফিমেল ওয়ার্ডে বসে বা শুয়েও থাকেন ৷ ফিমেল ওয়ার্ডের রোগীরাই জানাচ্ছেন তাঁরা আতঙ্কিত ৷ পুরুষদের বেরিয়ে যাওয়ার কথা বলা হলেও তাঁরা শোনেন না বলে অভিযোগ ৷ আরজি কর কাণ্ডের পরেও হাসপাতালে এই ভাবে ফিমেল ওয়ার্ডে অবাধে পুরুষ ঢুকে যাওয়ার ঘটনায় আতঙ্কিত সকলেই ৷
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2024 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফিমেল ওয়ার্ডে শুয়ে-বসে আড্ডা পুরুষদের! নিরাপত্তা কোথায়? আতঙ্কে মহিলা রোগীরা







