সংশোধনাগারে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার! খবর জেনে কান্নায় ভাসল পরিবার

Last Updated:

মালদহ জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির আত্মহত্যা! গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সুকুমার মন্ডল (৪৫৷ পকসো মামলা ছিল তার বিরুদ্ধে

#মালদহ: মালদহ জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির আত্মহত্যা! গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সুকুমার মন্ডল (৪৫৷ মৃত ব্যক্তি মালদহের বামনগোলা এলাকার বাসিন্দা। পকসো মামলা ছিল তার বিরুদ্ধে। গত সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে মঙ্গলবার জেল হেফাজত হয় তার। মালদা জেলা সংশোধনাগারে পৌঁছানোর পর ২৪ ঘন্টা কাটার আগেই ঝুলন্ত দেহ উদ্ধার।
সংশোধনাগার সূত্রে খবর, এদিন ভোররাতে ওয়ার্ডে জানলার সঙ্গে গামছার ফাঁস বাঁধা অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। সংশোধনাগারে মৃত্যুর খবর পেয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সংশোধনাগারের যান। নিয়মমাফিক মৃতদেহ পর্যবেক্ষণ করেন তিনি। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে জেলা সংশোধনাগারের মধ্যেই বিচারাধীন বন্দির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জেলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন অন্যান্য বন্দিদের পরিবারের লোকজনও । তাঁদের অভিযোগ, সঠিক নজরদারির ব্যবস্থা থাকলে কখনই এভাবে মৃত্যু সম্ভব নয়৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুকুমার মণ্ডল বামনগোলা থানার নন্দীনাদহের নয়াপাড়ার বাসিন্দা। মৃত ব্যক্তি পেশায় কৃষিজীবি। তার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ওই নাবালিকা অন্তঃসত্বা হয়ে পড়ে বলেও অভিযোগ। এরপর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে গত রবিবার সুকুমারকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করার পর বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন। এরপর মঙ্গলবারই তাঁকে মালদা জেলা সংশোধনাগারে আনা হয়৷
advertisement
মঙ্গলবার রাতে সংশোধনাগারের  দোতালা ভবনে অন্যান্য কয়েকজন বন্দীর সঙ্গে ছিল সুকুমার । এরপর সকালে জানলার লোহার রডের সঙ্গে গামছার ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় তাঁকে । গ্রেফতার হওয়ার পর পরিবারের লোকজনও তাঁর সঙ্গে দেখা করেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন স্বামীর মৃত্যুর খবর পেয়ে মালদা জেলা সংশোধনাগারে আসেন স্ত্রী রেখা মণ্ডল। জেলের ভিতরে মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেন তিনি।
advertisement
(সেবক দেবশর্মা)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সংশোধনাগারে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার! খবর জেনে কান্নায় ভাসল পরিবার
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement