Malaria Cases: ৮ মাসে ১৪৪ জন আক্রান্ত! এই জেলায় ডেঙ্গির সঙ্গে পাল্লা দিচ্ছে ম্যালেরিয়া

Last Updated:

Malaria Cases: গত ৮ মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। বিষয়টি নিয়ে আমজনতার পাশাপাশি চিন্তিত চিকিৎসকরা‌ও

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
দক্ষিণ ২৪ পরগনা: বর্ষাকাল শুরু হতেই দক্ষিণবঙ্গে ডেঙ্গি সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। তবে বেশ কিছু জায়গায় ডেঙ্গির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা‌ও। গত ৮ মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। বিষয়টি নিয়ে আমজনতার পাশাপাশি চিন্তিত চিকিৎসকরা‌ও।
দক্ষিণ ২৪ পরগনায় ম্যালেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়া প্রসঙ্গে স্বাস্থ্যবিভাগের কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। এবারের আক্রান্তের সংখ্যা গতবারের মতই বলে তাঁরা দাবি করেন। জানা গিয়েছে, জুলাই পর্যন্ত এই জেলার দু’টি স্বাস্থ্যজেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৭৮ এবং ডায়মন্ডহারবারে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। জয়নগর-১ ও ২, ক্যানিং-১ ও ২ এবং ভাঙড়ে আক্রান্তের সংখ্যা বেশি।
advertisement
advertisement
ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের তরফে এই জেলায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জ্বর হলেই রোগীদের রক্ত পরীক্ষা করার উপর জোর দেওয়া হচ্ছে। এর জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ব্যবস্থাও করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে টেস্টের সংখ্যাও। তবে এখনও জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি বলে খবর। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ২০১৪ সালের পর থেকে আসতে আসতে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে ২০২১ সাল পর্যন্ত কমেছে। কিন্তু ২০২২ সালের পর থেকে সেই সংখ্যা আবার বাড়তে শুরু করে। যদিও আক্রান্তের হিসেবে মৃত্যুর সংখ্যা খুবই কম।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Malaria Cases: ৮ মাসে ১৪৪ জন আক্রান্ত! এই জেলায় ডেঙ্গির সঙ্গে পাল্লা দিচ্ছে ম্যালেরিয়া
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement