বাজারের রেডিমেড রাখীর সঙ্গে টেক্কা দিচ্ছে , গৃহ শিক্ষকের অবাক করা হাতের জাদু

Last Updated:

এবার পরিবেশবান্ধব রাখি বানিয়ে কামাল করেছেন শিক্ষক। অবসরে এই জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা তার।

+
গৃহ

গৃহ শিক্ষকের হাতে বানানো রাখি

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: সামনেই রাখী বন্ধন উৎসব। এই রাখী বন্ধন উৎসবে একে অপরকে রাখী পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন সকলে। তবে এবার সেই রাখীতেও থাকছে ভিন্নতা। বাজারের রেডিমেড রাখীর সঙ্গে পাল্লা দিচ্ছে হ্যান্ডমেড রাখী। শুধু তাই নয়, এই রাখী বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এক গৃহ শিক্ষক। নিজের কাজের অবসরে বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে রাখী তৈরি করে একদিকে যেমন স্বনির্ভর হচ্ছেন তিনি, তেমনই অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। তবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করছেন এই রাখী, বিক্রি করছেন অনলাইন এবং অফলাইনে।
দিন দিন বদলাচ্ছে মানুষের চাহিদা। রাখী বন্ধন উৎসবেও এসেছে কাস্টমাইজেশন। প্রিয় দাদা বা ভাইয়ের হাতে নিজের পছন্দের রাখী পরিয়ে দিতে পছন্দ করেন দিদি-বোনেরা। এবার গ্রাহকদের পছন্দমত কখনও নাম দেওয়া, আবার কখনও নিত্যনতুন ডিজাইনের রাখী বানিয়ে আর্থিকভাবে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন প্রত্যন্ত গ্রামের এক গৃহ শিক্ষক। রাখী বন্ধন উৎসবের প্রায় একমাস আগে থেকে বাড়িতেই নিজের অন্যান্য কাজের অবসরে তৈরি করছেন রাখী। দামও রয়েছে গ্রাহকদের সাধ্যের মধ্যে। এরপর কাস্টমাইজেশন এর উপর দাম নির্ভর করছে জিনিসের।
advertisement
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের গৃহ শিক্ষক সুধাংশু চিংড়ি। ছোট থেকেই হাতের কাজের প্রতি ঝোঁক। সেই মত কখনও হ্যান্ডমেড গয়না তৈরি, এবং এই রাখীর সিজিনে বাড়িতেই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে রাখী তৈরি করছেন তিনি। দাম রয়েছে ২০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। এরপর গ্রাহকদের পছন্দমত তিনি বানিয়ে দিচ্ছেন নানা রাখী। অনলাইন এবং অফলাইনে অর্ডারও পাচ্ছেন তিনি। পছন্দমত জেলার বাইরেও তিনি ডেলিভারি দিচ্ছেন।
advertisement
advertisement
নিজের গৃহ শিক্ষকতার পর অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি তৈরি করেন এই সকল জিনিস। শুধু তাই নয় তিনি বানান গ্রাহকদের পছন্দমত গলার হার ও হ্যান্ডমেড গয়না।
স্বাভাবিকভাবে অবসর সময়কে কাজে লাগিয়ে উপার্জন করা সম্ভব তারই দিশা দেখাচ্ছেন এই গৃহ শিক্ষক। অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজারের রেডিমেড রাখীর সঙ্গে টেক্কা দিচ্ছে , গৃহ শিক্ষকের অবাক করা হাতের জাদু
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement