Makaut: ক্লাসরুমে সিঁদুরদানের ভিডিও ভাইরাল 'চক্রান্ত'! দাবি সেই অধ্যাপিকার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ক্লাসরুমে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরানোর ভিডিয়ো ভাইরাল করার নেপথ্যে পিছনে চক্রান্ত রয়েছে, এমনটাই দাবি করলেন ওই অধ্যাপিকা। এক ব্যক্তি চক্রান্ত করেই ভিডিয়োটি ছড়িয়ে দিয়েছেন বলে দাবি করলেন নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র মনস্তত্ত্ববিদ্যার সেই অধ্যাপিকা।
কলকাতা: ক্লাসরুমে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরানোর ভিডিয়ো ভাইরাল করার নেপথ্যে পিছনে চক্রান্ত রয়েছে, এমনটাই দাবি করলেন ওই অধ্যাপিকা। এক ব্যক্তি চক্রান্ত করেই ভিডিয়োটি ছড়িয়ে দিয়েছেন বলে দাবি করলেন নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র মনস্তত্ত্ববিদ্যার সেই অধ্যাপিকা। গোটা ঘটনায় যে ভাবে তাঁর সম্মানহানি করা হল, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? আদৌ ফিরবে ঠান্ডা?
মঙ্গলবার থেকে সমাজমাধ্যমে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভিডিয়োটিতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তাঁর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কী ভাবে এই আচরণ করলেন অধ্যাপিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের আবহে ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ বিভাগের প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ওই অধ্যাপিকা জানান, গোটা বিষয়টিই ‘ফ্রেশার্সের’ একটি অঙ্গ ছিল। নাটকে একটি বিয়ের দৃশ্য ছিল সেখান থেকেই শুধু সিঁদুরদানের অংশটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 1:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Makaut: ক্লাসরুমে সিঁদুরদানের ভিডিও ভাইরাল 'চক্রান্ত'! দাবি সেই অধ্যাপিকার