শনিবার থেকে সাগরে পূণ্যস্নান, কড়া পুলিশি নজরদারিতে পুরো গঙ্গা সাগর

Last Updated:

সাগরে নিশ্চিদ্র নিরপত্তা সুনিশ্চিত করতে চলছে কড়া পুলিশি নজরদারি। জেলা প্রশাসনের পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আরও একটি কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছে। সেখানে সর্বক্ষণ উপস্থিত থাকছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

পুলিশ কন্ট্রোল রুম
পুলিশ কন্ট্রোল রুম
গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পূণ্যস্নান উপলক্ষ্যে গঙ্গাসাগরে পূণ্যার্থীদের ঢল। সাগরে নিশ্চিদ্র নিরপত্তা সুনিশ্চিত করতে চলছে কড়া পুলিশি নজরদারি। জেলা প্রশাসনের পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আরও একটি কন্ট্রোল রুম থেকে নজরদাোরি চালানো হচ্ছে। সেখানে সর্বক্ষণ উপস্থিত থাকছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
শুক্রবার ক্যাম্পে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তিনি জানান, এবছর মেলায় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন‍্য কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে। থাকছে আ্যন্টি ক্রাইম পেট্রল টিম, সঙ্গে ৪৫০ টি সিসিটিভির মাধ‍্যমে আলাদাভাবে নজরদারি চালানো হচ্ছে।
ইতিমধ্যে মাহেন্দ্রক্ষণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। শনিবার ভোর থেকে শুরু হবে এবারের শাহি স্নান। চলবে পরদিন সকাল পর্যন্ত। রাতভর পুণ্যার্থী এসেছে। শুক্রবার সকাল থেকেও ভিড় বাড়ছে। ভিড় সামাল দেওয়াই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
advertisement
এবারের মেলায় ভিড় সামাল দেওয়ার জন্য পিলগ্রিম ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। যে ব্যবস্থাপনার মাধ্যমে সাগরে আসা সমস্ত বাস, ভেসেলের অবস্থান ও ভিড়ের ছবি চলে আসবে মেগা কন্ট্রোলরুমে। কোন পয়েন্টে অতিরিক্ত পুণ্যার্থী চলে এলে ব্যবস্থা নেবে প্রশাসন।
advertisement
সেই সঙ্গে অতিরিক্ত ভিড়ে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির না সৃষ্টি হয় সেজন‍্য মেগা কন্ট্রোল রুম ছাড়াও পুলিশের পক্ষ থেকে ২ নং ঘাটের কাছে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকেই চলছে এই নজরদারি। ফলে সাগর মেলা সামাল দিতে পুরোপুরি প্রস্তুত পুলিস প্রশাসন।
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শনিবার থেকে সাগরে পূণ্যস্নান, কড়া পুলিশি নজরদারিতে পুরো গঙ্গা সাগর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement