দুই বাসের ভয়ঙ্কর সংঘর্ষ...! ধূপগুড়ি স্টেশন সংলগ্ন হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক!
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এশিয়ান হাইওয়ের উপর আচমকা বিকট শব্দ শুনতেই পার্শ্ববর্তী পথচলতি মানুষেরা ছুটে আসে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
রকি চৌধুরী, ধূপগুড়ি: কোচবিহার থেকে দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ ভলভো বাস ও বেসরকারি বাসের সংঘর্ষে গুরুতর যখন ৬। ধূপগুড়ি মহকুমার স্টেশন সংলগ্ন ৩ নং ব্রিজ এলাকার এশিয়ান হাইওয়ে ৪৮-এর উপরে আচমকা ঘটে যায় দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে বাসযাত্রীরা সকলেই জানান, ধূপগুড়ি বাস ডিপো থেকে জলপাইগুড়ির উদ্দেশে যাওয়ার সময় একটি বেসরকারি বাসকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভলভো বাসটি। দুর্ঘটনায় বেসরকারি বাসের পিছনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে ভলভো বাসটির সামনের গ্লাস ভেঙে যায়, হেট ল্যাম্প ভেঙে যায়। সরকারি বাসের কোনও যাত্রী কোনোভাবে আহত না হলেও বেসরকারি বাসের মোট ৬ জন গুরুতর আঘাত পায়।
advertisement
advertisement
এশিয়ান হাইওয়ের উপর আচমকা বিকট শব্দ শুনতেই পার্শ্ববর্তী পথচলতি মানুষেরা ছুটে আসে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর চাউর হতে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশের ওসি সহ ধূপগুড়ি থানার পুলিশ। ছুটে আসে ধূপগুড়ি দমকল বিভাগের একটি গাড়ি। দুটি গাড়িকেই পুলিশ আটক করে তদন্ত শুরু করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 8:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুই বাসের ভয়ঙ্কর সংঘর্ষ...! ধূপগুড়ি স্টেশন সংলগ্ন হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক!