Mahua Moitra: তৃণমূলে বড় দায়িত্ব পেয়েই চমকে দিলেন মহুয়া মৈত্র! কর্মীরা বলছে, 'এতদিনে সঠিক কাজ'!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mahua Moitra: তৃণমূলের সংগঠনে গুরুত্ব বেড়েছে মহুয়ার। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন মহুয়া মৈত্র।
নদিয়া: জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েই ব্লক সভাপতি ও বিধায়কদের মিটিং করলেন মহুয়া মৈত্র। রবিবার দুপুরে নদিয়া জেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সমস্ত ব্লক সভাপতি ও বিধায়করা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না কালীগঞ্জের বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
এ প্রসঙ্গে মহুয়া মৈত্র জানান তিনি চেন্নাইয়ে থাকার কারণে আসতে পারেননি। অপরদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহা জানান, এর আগে স্বাধীনতা ছিল না, পঞ্চায়েতে তোলাবাজি হয়েছে, সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক নেতৃত্বকে নিয়ে এসেছে।
advertisement
advertisement
তৃণমূলের সংগঠনে গুরুত্ব বেড়েছে মহুয়ার। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন মহুয়া মৈত্র। সাম্প্রতিক সময়ে তাঁর ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কে জল্পনা তৈরি হয়েছিল।
অনেকেই বলেছিলেন, তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়-সবাই পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। মহুয়া নিজেও বলেছিলেন, দল তার পাশে আছে। এরই মধ্যে মহুয়ার দায়িত্ব বাড়িয়েছে তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 1:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Moitra: তৃণমূলে বড় দায়িত্ব পেয়েই চমকে দিলেন মহুয়া মৈত্র! কর্মীরা বলছে, 'এতদিনে সঠিক কাজ'!