Offbeat: মৃন্ময়ীর পাশাপাশি চিন্ময়ীকেও শ্রদ্ধার্ঘ্য, জন্মদাত্রী মাকে শ্রদ্ধা নিবেদনের অভিনব আয়োজন

Last Updated:

Offbeat: বর্তমান সময়ে বাড়ছে বৃদ্ধাশ্রম। কিন্তু সেই জায়গায় সন্তানরা মাকে দেবী রূপে পুজো করল।

+
সন্তানরা

সন্তানরা পুজো করছে নিজের মাকে

সৈকত শী, মহিষাদল: আধুনিকতায় ভর করে বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। বর্তমানের শুধু আর বড় শহর নয় বড় শহর থেকে ছোট শহর ছোট শহর থেকে মফস্বল সর্বত্রই একই ছবি। এই বৃদ্ধাশ্রমের বাড় বাড়ন্তর যুগে প্রতিমা নয়, পা ধুইয়ে নিজের মায়ের পুজো করল সন্তানরা। শুধু প্রতিমার পুজো নয়, বরং প্রতি মা’য়ের পুজো। ১০০ জন সন্তান তারা তাদের মাকে দেবী রূপে পুজো করলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে।
মহিষাদলে অভিনব এই মাতৃ পূজনের আয়োজন করা হয়। সেখানেই যেন এক টুকরো প্রাচীন ভারতের ছবি ধরা পড়ল। কেউ ধুইয়ে দিচ্ছে মায়ের পা, আবার কেউ ফুল দিয়ে পুজো করছে নিজের মাকে। ওদের কারওর বয়স ৮, আবার কারওর ১০ কিংবা ১২। কিন্তু মাতৃভক্তি বাল্যকাল থেকেই প্রকট। অভিনব এই এই মাতৃ পুজোদেখতে ভিড় জমিয়েছিলেন নবীন থেকে প্রবীণ।
advertisement
এদিন প্রথমে ১০০ জন সন্তান তারা তাদের মায়ের পা ধোয়ায়। এরপর ফুল এবং প্রদীপ দিয়ে পুজো করে সন্তানরা। এমন আবেগঘন মুহূর্তে নিজেদের সন্তানকে ভক্তিপূর্ণ অবস্থায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। অশ্রু ভেজা চোখে সন্তানদের জড়িয়ে ধরেন তারা। সন্তানদের এ রূপে দেখে মা কবিতা মাইতি জানান, “বর্তমানে পা বাড়ালেই বৃদ্ধাশ্রম দেখা যায়। বাবা- মাকে সেভাবে শ্রদ্ধা ভক্তি করতে দেখা যায় না। যেভাবে গোটা সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে তাতে এই মাতৃ পূজন সমাজে এক অন্য বার্তা পৌঁছে দেবে।”
advertisement
advertisement
আরও পড়ুন : ইউরিক অ্যাসিডের ভান্ডার! মুখে দিলেই গাঁটের ব্যথায় জল আসবে চোখে! কী কী খেলে চড়চড়িয়ে বাড়বে ইউরিক অ্যাসিড? জানুন
বর্তমান সময়ে যেখানে বড় হওয়ার পর সন্তানরা নিজেদের ক্যারিয়ারের তাগিদে বাবা-মাকে ছেড়ে আলাদাভাবে বসবাস শুরু করেছে। দিন দিন এই প্রবণতা বাড়ছে। পিতা মাতার সঙ্গে সন্তানদের একাত্ম করার বার্তা দিয়ে পুজো আয়োজন করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat: মৃন্ময়ীর পাশাপাশি চিন্ময়ীকেও শ্রদ্ধার্ঘ্য, জন্মদাত্রী মাকে শ্রদ্ধা নিবেদনের অভিনব আয়োজন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement