থমথমে মহেশতলা, আজও খোলেনি দোকানপাট, গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Maheshtala Update: রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মোট চল্লিশ জনকে গ্রেফতার করা হল। বুধবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের অভিযোগের ভিত্তিতে নাদিয়াল থানায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে।
কলকাতা: রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মোট চল্লিশ জনকে গ্রেফতার করা হল। বুধবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের অভিযোগের ভিত্তিতে নাদিয়াল থানায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অন্যদিকে রাজ্য পুলিশের অধীনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ আজ, বৃহস্পতিবারও। বুধবারের গোষ্ঠী সংঘর্ষের পর আজ রবীন্দ্র নগরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
advertisement
advertisement
আকরা স্টেশন থেকে রবীন্দ্র নগর থেকে বড়তলা পর্যন্ত মোতায়েন পুলিশ। বেশিরভাগ দোকান বন্ধ। থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব জায়গাতে ভাঙচুর ও ইট বৃষ্টি হয়েছিল সেইসব জায়গা পরিষ্কার করে দেওয়া হয়েছে এলাকায় পুলিশ টহল ও মাইকিং করা হচ্ছে।

advertisement
মাইকিংয়ের মাধ্যমে পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিবেশ রয়েছে। ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানানো হয়েছে। পুলিশের বার্তা, ‘শান্তি বজায় রাখার দায়িত্ব সকলের। কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 11:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
থমথমে মহেশতলা, আজও খোলেনি দোকানপাট, গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ