Mahesh Rath Yatra: মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু...! ভক্তদের সুবিধার্থে এইসব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Mahesh Rath Yatra: পুরির পর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হয় শ্রীরামপুরের মাহেশে। সেখানে শুরু হয়ে গেল রথ যাত্রার প্রস্তুতি...
হুগলি: কয়েকদিন পরেই আসছে রথযাত্রা উৎসব। পুরির পর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হয় শ্রীরামপুরের মাহেশে। রথের দিনে যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য আগে থাকতে আঁটোসাঁটো ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি যাওয়া পর্যন্ত যে পথ রয়েছে সেই পথে যাতে রথ চলাচল করতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সর্বস্তরের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন মন্দির কর্তৃপক্ষ।
৬২৯ বছরের প্রাচীন হুগলির শ্রীরামপুর মাহেশের রথযাত্রা, রথের দড়িতে টান পড়তে আর কিছু দিনের অপেক্ষা মাত্র। মাহেশের রথকে কেন্দ্র করে উৎসবের মেজাজ শ্রীরামপুরে। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় এই সময়। মাহেশের স্থানপিড়ির মাঠ থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া পর্যন্ত পুলিশি আয়োজন থেকে বিভিন্ন সর্তকতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয়।
advertisement
advertisement
প্রতি বছরের ন্যায় এ বছরও যাতে সুস্থভাবে রথযাত্রা সম্পন্ন হয় তার জন্য আগেভাগেই বিশেষ পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ দফতর, দমকল আধিকারিক আরও বিভিন্ন দফতর। মাসির বাড়ি পর্যন্ত রথ নিয়ে যেতে যাতে কোন বাধা পেতে না হয় তার জন্য আগেভাগেই রাস্তা দু’ধারে গাছ ও যে সমস্ত দোকান রাস্তার উপরে উঠে পড়েছে তার সরানোর ব্যবস্থা করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী জানান, রথ টানার সময় যাতে কোনো বাধা পেতে না হয়, তাই দেখা হচ্ছে। রাস্তার দু’ধারে কিছু গাছের ডাল রয়েছে তার সেগুলি কাটতে হবে। ফুটপাত দখল করে থাকার দোকান সরাতে হবে। বিদ্যুৎ পরিবহনের তার সুষ্ঠুভাবে রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলি দেখা হয়েছে। পরে আবারও প্রশাসন থেকে সতর্কতামূলক পরিদর্শন করবেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 2:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahesh Rath Yatra: মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু...! ভক্তদের সুবিধার্থে এইসব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন