Mahalaya Accident: মেলার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আস্ত লরি...! ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দুই দোকানির
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mahalaya Accident: জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলার মধ্যে ঢুকে পড়ল চলন্ত লরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন দোকানদারের। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
মেদিনীপুর: জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলার মধ্যে ঢুকে পড়ল চলন্ত লরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন দোকানদারের। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে মেছোগ্রামের কাছেই বিশ্বকর্মা পুজোর মেলা চলছে। মেলার দোকানের মাঝেই আচমকাই জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি লরি। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এলাকার দুই দোকানদারের। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
অন্যদিকে মহালয়ার দিনে নিউটাউনের ইকো পার্কের দু’নম্বর গেটের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। পুলিশ পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মহালয়ার রাতে মর্মান্ত্রিক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। ঘটনায় গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার।
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম জ্যোতিষ দেবনাথ। এই ঘটনায় গুরুতর আহত কনেস্টেবল ও অপর এক সিভিক ভলেন্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জ্যোতিষ দেবনাথ নামের ওই কনস্টেবলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 22, 2025 8:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahalaya Accident: মেলার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আস্ত লরি...! ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দুই দোকানির










