Maha Shivratri Celebration 2024: ৬ ফুট উচ্চতার শিবলিঙ্গ বর্ধমানেশ্বর সাড়ম্বরে পূজিত মহাশিবরাত্রির পুণ্যলগ্নে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Maha Shivratri Celebration 2024: উচ্চতা প্রায় ৬ ফুট, ওজন নাকি ১৩ টনেরও বেশি! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে প্রত্যেকবছর বর্ধমানের এই মন্দিরে উপচে পড়ে ভিড়।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিশেষ একটি শিব মন্দির হল বর্ধমানেশ্বর। অনেকের মতে এমন বড় শিবলিঙ্গ এই রাজ্যে তো নেই, এমনকি আমাদের দেশের মধ্যেও বিরল। জানা গিয়েছে, উচ্চতা প্রায় ছয় ফুট। ওজন নাকি ১৩ টনেরও বেশি! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে প্রত্যেক বছর বর্ধমানের এই মন্দিরে উপচে পড়ে ভিড়। পুজো দেওয়ার জন্য এবং জল ঢালার দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন। প্রত্যেক বছরের মতো এই বছরেও বহু ভক্তকে এই মন্দির প্রাঙ্গণে লক্ষ করা যায়। শিবরাত্রির দিন অর্থাৎ শুক্রবার রাত্রে বহু ভক্তকে জল ঢালতে দেখা যায় মন্দির প্রাঙ্গণে। তবে জানেন কি?
কীভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল? চলুন তাহলে জেনে নেওয়া যাক । এই প্রসঙ্গে উৎসব কমিটির সম্পাদক শিবদাস মণ্ডল বলেন, ‘‘১৯৭২ সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎই পাথরের গায়ে আঘাত লাগে গাঁইতির। কৌতূহল বাড়ে শ্রমিকদের। ধীরে ধীরে খোঁড়া হয় আশপাশ। তখনই মাটির নীচ থেকে ধীরে ধীরে বের হয়ে আসে বিশালাকার গৌরীপট্ট-সহ এই শিবলিঙ্গ। পরে ক্রেনে করে তুলে পাশে স্থাপন করা হয় শিবলিঙ্গটিকে। শুক্রবার রাত্রি ১১ টা বেজে গেলেও কিন্তু ভক্তের সংখ্যা কোনও অংশে কম ছিলনা এই মন্দির প্রাঙ্গণে। বহু ভক্তকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে এবং জল ঢালতেও দেখা যায়। এই প্রসঙ্গে দীপক নামের এক ব্যক্তি বলেন, তিনি প্রত্যেক বছর এই মন্দিরে জল ঢালার জন্য উপস্থিত হন। সকাল থেকে তিনি উপোস করে রয়েছেন শুধুমাত্র এই মন্দিরে পুজো দেবেন এবং জল ঢালবেন বলে।
advertisement
আরও পড়ুন : নদিয়ায় চূর্ণী নদীর পাশে শিবনিবাসের প্রাচীন মন্দিরে সমারোহে পালিত মহাশিবরাত্রি
পূর্ব বর্ধমান জেলা তথা বর্ধমান শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মন্দির । এই শহরে রয়েছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দির। এছাড়াও রয়েছে নানান প্রসিদ্ধ কালী মন্দিরও। আবার এই শহরেই রয়েছে রাজ আমলে প্রতিষ্ঠিত একশো আট শিবমন্দির। তেমনই রয়েছে বর্ধমানের আলামগঞ্জের ‘মোটা শিব’ বা ‘বুড়ো শিব’ এর মন্দির।
advertisement
advertisement
এই শিবলিঙ্গ ঠিক কত বছরের প্রাচীন তা নিয়ে প্রামাণ্য কোনও তথ্য পাওয়া যায় না। অনেকের মতে, এই শিবলিঙ্গ কণিষ্কের সময়ে। অর্থাৎ প্রায় ১৬০০ -১৭০০ বছর আগের। কণিষ্ক নিজে এই কালো শিবলিঙ্গে নিয়মিত পুজো করতেন বলেও মনে করেন অনেকে। জানা যায় শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে পাঁচদিন ধরে চলে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2024 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri Celebration 2024: ৬ ফুট উচ্চতার শিবলিঙ্গ বর্ধমানেশ্বর সাড়ম্বরে পূজিত মহাশিবরাত্রির পুণ্যলগ্নে