Maha Shivratri 2024: অভিনবভাবে শিবরাত্রি পালন পুরুলিয়া শহরে, রইল ভিডিও

Last Updated:

Maha Shivratri 2024: কখনও কি দেখেছেন শিব-পার্বতীর বিয়ে , পুরুলিয়ার এই জায়গায় দেখা যায় এই অবাক করা দৃশ্য!

+
শিব

শিব বিবাহ পুরুলিয়া

পুরুলিয়া : হিন্দুধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম বড় উৎসব শিবরাত্রি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব। রাজ্য জুড়ে সব জায়গাতেই পালিত হয় এই বিশেষ উৎসব। নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা করা হয় এই শিবরাত্রিতে।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে শিব ভক্তরা মহাদেবের আরাধনা করে থাকেন। জেলার অন্যান্য জায়গায় শিবরাত্রি পালিত হলেও পুরুলিয়া শহরের গোশালায় বিশেষ ভাবে পালন হয় শিবরাত্রির পুজো। এখানে শিব পার্বতীর বিয়ে হয়। শিবের বারাত বের হয় তা গোটা শহর পরিক্রমা করে , এরপর হয় বরমালা।
advertisement
advertisement
গোশালা মন্দির প্রাঙ্গনে কয়েক হাজার মানুষের সমাগম হয়। ভান্ডারার আয়োজন হয়। এ সমস্ত আয়োজন করা হয়েছিল গোশালা হানুমান মন্দিরের পক্ষ থেকে।এ বিষয়ে শিব ও পার্বতী সেজে থাকা ভক্ত বলেন , তাদের সৌভাগ্য যে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন। এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই তাদের কাছে। তাদের ভীষণই ভালো লাগছে।
advertisement
এ বিষয়ে মন্দিরের পূজারী বলেন , এই প্রথমবার তারা শিব বিবাহের আয়োজন করেছিলেন। শিবের শোভাযাত্রা বের হয়েছিল। বহু মানুষের সমাগম হয়েছিল। অনেকেই ভীষণ উৎসাহিত ছিল। আমরা চেষ্টা করছি আগামী বছরেও এই শিব বিবাহের আয়োজন করার চেষ্টা করব।
হিন্দু ধর্মের মানুষদের কাছে শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্র মতে এইদিন শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এই বিশেষ দিনে পুরুলিয়া শহরে শিব বিবাহের আয়োজন করা হয়েছিল।
advertisement
Sharmistha Banerjee 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri 2024: অভিনবভাবে শিবরাত্রি পালন পুরুলিয়া শহরে, রইল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement