#কলকাতা:প্রকাশিত হল এবারের মাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের মাধ্যমিকে প্রথমস্থান অধিকার করলেন পূর্ববর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র পাল ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷
মাধ্যমিকের রেজাল্ট দেখুন একমাত্র news18 bangla .com-এ
এবারও শহরকে টেক্কা দিল জেলা ৷ এবারের মাধ্যমিকে ফলাফলের দিকে এগিয়ে রইল পূর্ব মেদিনীপুর ৷ পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৬.৫৯ শতাংশ ৷ দ্বিতীয়স্থানে পশ্চিম মেদিনীপুর ৯২.১৬ শতাংশ ৷ তৃতীয়স্থানে কলকাতা ৯১.৭ শতাংশ ৷
মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবারে পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৫ হাজার।