Madhyamik Examination 2025: মাধ্যমিক দিতে গিয়ে মাথায় বড় আঘাত! চোট নিয়েই পরীক্ষা দিল ছাত্রী! তারপরের ঘটনায় অবাক হবেন

Last Updated:

Madhyamik Examination 2025: পরীক্ষা দিতেই হবে! বড় পথ দুর্ঘটনার পরেও মাধ্যমিক পরীক্ষা দিয়ে চমকে দিয়েছে এই ছাত্রী! জানুন বিস্তারিত

আহত ছাত্রী
আহত ছাত্রী
উত্তর ২৪ পরগনা: পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনা, সেই অবস্থাতেই গুরুতর আঘাত নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন ছাত্রী। খবর পেয়েই পরীক্ষা শেষে পৌরসভার স্বাস্থ্য দফতরের কর্মীরা পৌঁছে গিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গিয়ে করলেন চিকিৎসা। গুরুতর আঘাত সহ্য করে দীর্ঘ সময় পরীক্ষা দেওয়ার এমন দৃশ্য দেখে ছাত্রীর যন্ত্রণা সহ্য করার শক্তিকে কুর্নিশ জানাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা সহ অভিভাবকরাও।
জানা যায়, কুমদিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিথি হালদার। বাড়ি থেকে পরীক্ষা সেন্টারে যাওয়ার পথে টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ায় পায়ে ও মাথায় গুরুতর আঘাত পান। পাছে পরীক্ষা নষ্ট হয় সেই আতঙ্কে, আঘাত নিয়েই সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়। ছাত্রীর এমন পরিস্থিতি দেখে খবর যায় পৌরসভায়। চিকিৎসার জন্য এরপর পৌরসভার স্বাস্থ্য দফতরের কর্মীরা পৌঁছান পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শেষে ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে পৌরসভার স্বাস্থ্যদ্বীপে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন তারা।
advertisement
advertisement
আহত ছাত্রীর মা জানান, বনগাঁ গৌরী সুন্দর স্কুলে মেয়ের সিট পড়েছিল। সাইকেলে করে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। সে সময় টোটো এসে ধাক্কা মারে। সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় ও পায়ে আঘাত লেগেছে। ওই অবস্থাতেই ও পরীক্ষা দেয়। এরপর পৌরসভার কর্মীরা তাকে এনে চিকিৎসার ব্যবস্থা করে। বিষয়টি নিয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ জানান, আমরা সব রকম ভাবে ছাত্রীটির পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। এক্সরে সহ চিকিৎসার পর এখন ছাত্রীটি সুস্থ রয়েছে। পরবর্তীতে তার বাকি পরীক্ষার ক্ষেত্রে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রধান।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2025: মাধ্যমিক দিতে গিয়ে মাথায় বড় আঘাত! চোট নিয়েই পরীক্ষা দিল ছাত্রী! তারপরের ঘটনায় অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement