Madhyamik Examination 2023: পরীক্ষা দিতে যাওয়ার আগে দুর্ঘটনা, বাড়ির ছাদ থেকে পড়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
Madhyamik Examination 2023: মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই পরীক্ষা দেওয়া আবশ্যক। যদিও স্কুলে পৌঁছাতেই স্কুল কর্তৃপক্ষ স্কুলে থাকা আশাকর্মীদের দিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পূর্ব বর্ধমান: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিও সাড়া। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই অসাবধানতা বশত দুর্ঘটনার কবলে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ছাদ থেকে পড়ে আহত হলেন ওই ছাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার সমুদ্রগড়ে। আহত ছাত্রীর নাম তাবাসুম খাতুন। সে সমুদ্রগড়ের পারুল ডাঙ্গা স্কুলের ছাত্রী। যদিও যন্ত্রণাকাতর অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রে যায় ওই ছাত্রী।
আহত ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিন সকালে পড়াশোনা শেষ করে স্নান, খাওয়া-দাওয়া করে রেডি হয় তাবাসুম খাতুম। তার স্কুলের জুতো ছিল ছাদে। ছাদে বসে জুতো পড়তে গিয়ে কোনওভাবে অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে যায় সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাড়িতে ও প্রতিবেশীদের মধ্যে। খুব বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও তার আঘাত যথেষ্ট ছিল। কিন্তু ওই ছাত্রীর মা মাধ্যমিক পরীক্ষা বলে প্রাথমিক চিকিৎসার পর স্কুলে নিয়ে যায়।
advertisement
advertisement
সমুদ্রগড়ের পারুল ডাঙ্গা স্কুলের ছাত্রী হওয়ায় তার সিট পড়েছিল সমুদ্রগড়েরই চাপাহাটি স্কুলে। আহত পরীক্ষার্থীর মা সাবানা বিবির বক্তব্য,"পরীক্ষা দিতে বেরোনোর আগে ছাদে গিয়েছিল জুতো পড়তে। সেই সময় তার বান্ধবীরা ডাকাডাকি করলে, তাড়াহুড়োতে ছাদ থেকে নিচে জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় আহত অবস্থাতেই মেয়েকে নিয়ে স্কুলে পৌছে যায় মা। স্কুলে পৌছলেও কর্তৃপক্ষ স্কুলে থাকা আশাকর্মীদের দিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2023: পরীক্ষা দিতে যাওয়ার আগে দুর্ঘটনা, বাড়ির ছাদ থেকে পড়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী