Madan Mitra: পুলিশ কমিশনারের অফিসে ধরনায় বসবেন, তৃণমূলকে অস্বস্তিতে ফেলে ফের বোমা ফাটালেন মদন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কামারহাটির তৃণমূল বিধায়কের অভিযোগ, তাঁর এলাকায় দুষ্কৃতীদের দাপট বেড়েই চলেছে৷
অরুণ ঘোষ, ব্যারাকপুর: এবার কামারহাটি এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র। রীতিমতো পুলিশকেই হুঁশিয়ারি দিয়ে শাসক দলের বিধায়ক মদন মিত্র বলেন,কামারহাটি এলাকায় কোনও গুন্ডামি তিনি বরদাস্ত করবেন না। পুলিশ দু্ষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি পুলিশ কমিশনারের অফিসের সামনে ধরনায় বসবেন বলেও দাবি করেছেন মদন৷
advertisement
কামারহাটির তৃণমূল বিধায়কের অভিযোগ, তাঁর এলাকায় দুষ্কৃতীদের দাপট বেড়েই চলেছে৷ পরোক্ষে নিজের দলের দিকেও আঙুল তুলে মদনের অভিযোগ, ‘সিপিএম থেকে তৃণমূলে নাম লিখিয়ে কামারহাটি এলাকায় দাপট দেখাচ্ছে অনেকেই৷ হুঁশিয়ারির সুরে মদন বলেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসে গুন্ডাদের নামের তালিকা দিয়ে দেব। তার পরেও যদি কমিশনার ব্যবস্থা না নেন, তাহলে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে ধরনা অবস্থানে বসব।’
advertisement
মদন মিত্র আরও বলেন, ‘কামারহাটি এলাকায় সিপিএমের বিকল্প গুন্ডা আমরা তৈরি করেছি। গুন্ডা আমরা তৈরি করি। আমরা যদি মনে করি গুন্ডা তৈরি করব তাহলে সে গুন্ডা। আর যদি মনে করি ঘরে ঢুকিয়ে দেব। তাহলে এনডিপিএস কেসে গুন্ডা ঘরে ঢুকে যাবে। গুন্ডাদের ভয়ে কামারহাটি এলাকার ভাল ভাল সক্রিয় তৃণমূল কর্মী দল করতে ভয় পাচ্ছে। যে সমস্ত গুন্ডারা তৃণমূলের জামা পরে গুন্ডামি করছেন, তৃণমূলের জামা শরীর থেকে খুলে ফেলুন। তারপরেও সেই গুন্ডাদের যদি গঙ্গার জলে চুবিয়ে আনতে না পারি তাহলে আমার নাম মদন মিত্র নয় । অনেক মস্তান দেখে আমি বড় হয়েছি। গোটা কামারহাটি বিধানসভা এলাকা জুয়ায় ভরে গেছে।’
advertisement
মদন মিত্রের এই মন্তব্য প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতা কিশোর কর বলেন, মদন মিত্র নিজেই বলছেন গুন্ডা তৈরি করেন । তাহলে এর থেকেই প্রমাণিত মদন মিত্রর আশ্রয়েই গুন্ডারা থাকে ও গুন্ডামি করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারকে বলব মদন মিত্রর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madan Mitra: পুলিশ কমিশনারের অফিসে ধরনায় বসবেন, তৃণমূলকে অস্বস্তিতে ফেলে ফের বোমা ফাটালেন মদন