Latest Viral News|| পালকিতে ৫ রাজকন্যা, ঘোড়ায় রাজপুত্ররা, গণবিবাহের আসরে 'হিট' মদন মিত্র, দেখুন...

Last Updated:

Madan Mitra was present in Kamarhati Mass Marriage: বিবাহ বাসরে নিমন্ত্রিত ছিলেন প্রায় ১২০০ জন৷ ভুরি ভোজের আয়োজনও ছিল নজরকাড়া৷ রাজকীয় বিয়ের মেজাজ কয়েকগুণ বেড়ে যায়, যখন উপস্থিত হন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

#রুদ্র নারায়ন রায়, ব্যারাকপুর: ওঁরা হয়তো ভাবতেও পারেনি, ওঁদের জন্য কেউ এতটা করবে৷ পালকি করে এল কনে-রা। আর ঘোড়ার গাড়িতে করে নামল বর ৷ একেবারে রাজকীয় বিয়ের আসর সাজিয়ে পাঁচ দুস্থ মেয়েকে বসানো হল বিয়ের পিঁড়িতে। সঙ্গে পাঁচ জন পাত্র৷ বিনা পণে, বিনা খরচে পাঁচ নবদম্পতির একই সঙ্গে বিয়ে সম্পন্ন হল। বিবাহ বাসরে নিমন্ত্রিত ছিলেন প্রায় ১২০০ জন৷ ভুরি ভোজের আয়োজনও ছিল নজরকাড়া৷ রাজকীয় বিয়ের মেজাজ কয়েকগুণ বেড়ে যায়, যখন উপস্থিত হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দুঃস্থ ৫ দম্পতির বিয়ে দিয়ে অনন্য নজির গড়েছে ব্যারাকপুর মনিরামপুরের বড়তলা স্পোর্টিং ক্লাব।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুস্থ পাঁচ কন্যাকে নির্বাচিত করেন ক্লাবের সদস্যরা। এরপর, সেই রাজকন্যাদের জন্য নির্বাচিত হয় পাঁচ জন রাজপুত্র। রাজকীয় এই বিয়ের আড়ম্বরে কোনও খামতি রাখেননি ক্লাব। আলোর রোশনাই, খাওয়া-দাওয়া থেকে নাচ, গান কি ছিল না সেখানে! নিমন্ত্রিত অতিথি থেকে সেলিব্রেটির ভিড়ে তখন গমগম করছে বিয়ের মণ্ডপ।
advertisement
advertisement
আরও পড়ুন: নাগরাকাটার চা বাগানে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ! কী করে ঘটল এমন ঘটনা?
যাতে, দুস্থ পরিবারের ওই পিতা-মাতা বা কন্যাদের কখনও মনে না হয়, গরিব বলে ইচ্ছে মত বিয়ে দিতে পারবে না। তাদের সেই মনোবাঞ্ছা পূরণ করল বড়তলা স্পোটিং ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে পালকি করে আসে কনে, ঘোড়ার গাড়িতে করে নামে বর। মণ্ডপ ছিল সুসজ্জিত। পাঁচ কন্যার বিয়ের জন্য ছিলেন পাঁচ পুরোহিত। দান সামগ্রীতে ছিল খাট, আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিয়ের তত্ত্ব। এমনকি বাদ যায়নি সোনার গহনাও। পাঁচ কন্যার বিবাহ দেখতে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন মনিরামপুরের বড়তলা স্পোটিং ক্লাব প্রাঙ্গণে।
advertisement
আরও পড়ুন: অশ্রাব্য গালি, অ্যাসিড হামলার হুমকি দিয়ে বধূকে লাগাতার চিঠি! ছড়াচ্ছে আতঙ্ক...
নবদম্পতিদের আশীর্বাদ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এ ছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, উত্তর ব্যারাকপুর পৌরসভা পৌর প্রধান মলয় ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত নিমন্ত্রিতদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল সঙ্গীতা অনুষ্ঠানেরও।
advertisement
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নববধূরা জানান, তাঁরা কখন স্বপ্নেও ভাবতে পারেননি এত জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান হবে। এ ভাবে গরীব দুঃস্থ মানুষদের পাশে থাকতে পেরে খুশি ক্লাব উদ্যোক্তারাও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Viral News|| পালকিতে ৫ রাজকন্যা, ঘোড়ায় রাজপুত্ররা, গণবিবাহের আসরে 'হিট' মদন মিত্র, দেখুন...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement