Panchayat Election: গায়ের জোরে পঞ্চায়েত দখল নয়, কর্মীদের বার্তা মদন- সৌগতর

Last Updated:

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর লোকসভা ভোট। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা।

শান্তিপূর্ণ ভোটের বার্তা সৌগত রায় এবং মদন মিত্রের৷
শান্তিপূর্ণ ভোটের বার্তা সৌগত রায় এবং মদন মিত্রের৷
#কামারহাটি: নির্বাচনে দমদম- ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায় অশান্তি নিয়ে বারবার অভিযোগ তোলেন বিরোধীরা। সেই শিল্পাঞ্চলে রাজনৈতিক লড়াইয়ে দলীয় কর্মীদের সংযত থেকে ভোটে লড়ার বার্তা দিলেন সাংসদ-বিধায়ক।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর লোকসভা ভোট। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা। ২০১৯ লোকসভা ভোটে শাসক দলের খারাপ ফলের অন্যতম কারণ বলে ধরা হয় পঞ্চায়েত নির্বাচনে পেশি শক্তির ব্যবহারকে। তাই এখন থেকেই কর্মীদের সংযত হতে বলছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
advertisement
advertisement
কামারহাটিতে তৃণমূলের  তরফে মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, তৃণমূল সাংসদ সৌগত রায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তোলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে তিনি বলেন, “একটাই অনুরোধ, মেরে পঞ্চায়েত নিয়ে নেব এই চিন্তা থেকে সরে যান। মারধর করে পঞ্চায়েত নিতে চাই না। হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। প্রত্যেক মানুষের কাছে গিয়ে কথা বলতে হবে। তৃণমূলের কোনও ভুল থাকলে কর্মীরা এসে নেতাকে বলুন এই কাজ ঠিক করেননি। তারপর যদি কর্মীর উপর আক্রমণ হয়, আমরা দায়িত্ব নেব। কিন্তু নেতার অন্যায় হলেও নেতাকে বলতে হবে।”
advertisement
এর পরই মদন মিত্র বলেন, “প্রয়োজনে যে শ্রেষ্ঠ কাজ করবে তাঁর গলায় উত্তরীয় নয় বিধায়কের মালা পরিয়ে কামারহাটি থেকে বিদায় নেব।” সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হোক, সবাই ভোট দিক। আমরাও দলের মধ্যে ঝাড়াই বাছাই করি। এটাও বলার সময় এসেছে যে, যারা আর্থিক সুবিধার জন্য এসেছিলেন তাঁদের দল থেকে সরে যাওয়ার সময় এসেছে। আমাদের ৯৫ শতাংশ কর্মী সৎভাবে কাজ করেন। আমরা চাই না কিছু লোক তাঁদের ব্যক্তিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তি নষ্ট করুক। তৃণমূলের লড়াই নিজের সঙ্গে।”
advertisement
আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই নিজেদের মতো করে রণকৌশল তৈরি করতে শুরু করেছে সব রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election: গায়ের জোরে পঞ্চায়েত দখল নয়, কর্মীদের বার্তা মদন- সৌগতর
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement