Macher Bazar: এই বাজারে মাছ জাস্ট নেই! চারদিন ধরে মাথায় হাত বাঙালিদের, কেসটা কী

Last Updated:

No Fish In Fish Market: বাঙালির মাছ ভাতে টান! চার দিন ধরে মাছ পাওয়া যাচ্ছে না বাঁকুড়ার এই জায়গায়!

+
মাছের

মাছের বাজারে নেই একটাও মাছ

বিষ্ণুপুর : মাছে ভাতে বাঙালি, বাঙালির পাতে মাছ না হলে মন ভরে না। বাঁকুড়ার বাঙালিরাও কোনও অংশে কম নয়। সকাল হলেই বাঙালিরা থলি হাতে মাছ বাজার যাবেই এবং দুপুরে মাছ ভাত খেয়ে জমিয়ে ঘুম না দিলে মন মানে না। তবে এ কী হল, হঠাৎ এমন কেন ঘটল ? গত চার দিন ধরে মাছ পাওয়া যাচ্ছে না বাঁকুড়ার এই জায়গায়। বাঁকুড়ার ওন্দায় মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ করলেন। অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতে নারাজ তারা। তাই মাছ বিক্রি বন্ধ করে আন্দোলনে নামলেন মাছ বিক্রেতারা।
চার দিন ধরে মাছ বিক্রি বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার ওন্দা বাজারের ২১ জন মাছ বিক্রেতা। তাদের দাবি, ওন্দা বাজার স্থানান্তরিত হয়েছে নতুন জায়গায় যেখানে খুব সংকীর্ণ জায়গা দেওয়া হয়েছে তাদেরকে। ফলে মাছ বেচা কেনা করতে বড় সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। একটা সংকীর্ণ জায়গা তার সঙ্গে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানে টিনের শেড দেওয়া হয়েছে তাও আবার ভাঙা ও  ফুটোযুক্ত৷
advertisement
advertisement
বাঁকুড়ার ওন্দায় বন্ধ মাছের বাজার
advertisement
বাঁকুড়ার ওন্দায় বন্ধ মাছের বাজার
এই পরিবেশের মধ্যে মাছ কেনাবেচা অসম্ভব হয়ে উঠেছে বলে ক্রেতা ও বিক্রেতাদের দাবি। মাছ ব্যবসায়ীদের সমস্যার কথা বার বার স্থানীয় ব্যবসায়ী সমিতি, প্রশাসনকে জানান হলেও মাছ ব্যবসায়ীদের কথায় কেউ কান দেয়নি এমনই অভিযোগ তাদের। তাই এবার সমস্যার সমাধানের জন্য মাছ বিক্রি করাই বন্ধ করে দিলেন ওন্দার ২১ জন মাছ ব্যবসায়ী। তাদের দাবি সুস্বাস্থ্যকর পরিবেশ চায় এবং পর্যাপ্ত জায়গা।
advertisement
ওন্দা সবজি বাজার সমিতিও মাছ বিক্রেতাদের সমস্যার কথা স্বীকার করেছেন কিন্তু তারাও কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন। বাজার সমিতির পক্ষ থেকে প্রশাসনকে জানান হলেও কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান বাজার সমিতির সভাপতি। বাজার নতুন স্থানে স্থানান্তরিত করার পর থেকেই বিভিন্নভাবে সমস্যা দেখা দিচ্ছে এই বাজারে। বিশেষ করে মাছের বাজারের সমস্যা। ওন্দার মাছ ব্যবসায়ীদের সমস্যার সমাধান কবে হবে সেদিকেই এখন তাকিয়ে ক্রেতারা।
advertisement
অনিকেত বাউরি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Macher Bazar: এই বাজারে মাছ জাস্ট নেই! চারদিন ধরে মাথায় হাত বাঙালিদের, কেসটা কী
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement