Maa Flyover: সকালবেলা ভয়ানক কাণ্ড! মা ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ভিতরে ভ্যানিশ চালক, কী করে কী হল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Maa Flyover: মা ফ্লাইওভারের উল্টে গেল গাড়ি, কিন্তু চালক কোথায় উঠল প্রশ্ন
দক্ষিণ ২৪ পরগনা: মা ফ্লাইওভারে উল্টে পড়ে রয়েছে গাড়ি। কিন্তু চালক নেই গাড়ির মধ্যে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, কাকভোরে মা ফ্লাইওভারে দুটি গাড়ির মধ্যে রেষারেষির জেরে ব্রিজের উপরেই উল্টে যায় একটি গাড়ি। কিন্তু দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক দুর্ঘটনার পর কিভাবে বের হলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ওই গাড়ির চালক কোথায় গেলেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উল্টে যাওয়া গাড়ির চালক অন্য একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
advertisement
advertisement
কাকভোরে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর পিছনে থাকা এক গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে দেখতে পেয়ে ভিতরে কেউ আটকে আছে কিনা দেখতে যান। সেই সময় ফ্লাইওভার ফাঁকাই ছিল।
advertisement
আশ্চর্যজনকভাবে ভিতরে কাউকে দেখতে পাননি তিনি। এরপরে তিনি ১০০ ডায়ালে ফোন করে গোটা বিষয়টি জানান। এরপর পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দু’টি গাড়ি খুব দ্রুতগতিতে আসছিল। এরপর একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি গাড়িটি।
ডানদিকের লেন থেকে সরাসরি বাঁদিকের লেনে ঢুকে গার্ডওয়ালে ধাক্কা মারে গাড়িটি। এরপর প্রায় ১০ ফুট দূরে গিয়ে উল্টে যায়। রেষারেষি করা অন্য গাড়িটি খানিকটা এগিয়ে গিয়ে থামে। এরপর দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক গাড়ি থেকে বের হয়ে ওই গাড়িতে উঠে পালিয়ে যায়।
advertisement
তবে এই ঘটনা কেন হল তা ভাবাচ্ছে পুলিশকে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির নম্বরপ্লেট দেখে তার মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। গাড়িটি চুরি করা কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
Nawab Mullick
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 9:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maa Flyover: সকালবেলা ভয়ানক কাণ্ড! মা ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ভিতরে ভ্যানিশ চালক, কী করে কী হল