#অন্ডাল: আসানসোলের পর অন্ডাল। চব্বিশ ঘণ্টার মধ্যে ফের সন্দেহের বশে গণপিটুনি। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা বেছে পরিকল্পনা করে ছড়ান হচ্ছে গুজব। তাতেই একের পর এক গণপিটুনির ঘটনা।
গণপিটুনি রুখতে কড়া বিল পাশ হয়েছে। মাইকিং করছে পুলিশ-প্রশাসন। তার পরও থামছে না গণপিটুনি। পশ্চিম বর্ধমানের অন্ডালের ছোড়া এলাকায় গুজবের শিকার যুবক। বুধবার সন্ধেয় অপরিচিত এক যুবককে এলাকায় ঘুরতে দেখেন বাসিন্দারা। কেন, কার বাড়িতে এসেছেন? অসংলগ্ন উত্তর শুনেই ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি। অন্ডাল থানার উখরা খাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আক্রান্ত যুবক রানিগঞ্জের বাসিন্দা।
এলাকায় কয়েকদিন ধরেই ছেলেধরার গুজব ঘুরছে। ICDS-এ তাই কমেছে পড়ুয়ার সংখ্যা। বুধবার আসানসোলের সালানপুরে চোর সন্দেহে চলে গণপিটুনি। মৃত্যু হয় যুবকের। ঘটনায় গ্রেফতার ১৩ জন।
পুলিশ সূত্রে খবর, গুজব ছড়ানোর পিছনে কাজ করছে একটি চক্র। পরিকল্পনা করে, এলাকায় ছেলেধরা এবং চোরের গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় অন্ডাল, সালানপুরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করছে পুলিশ প্রশাসন। যদি গুজবের বিরুদ্ধে হুঁশ ফেরে।